৫০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে দেম্বেলে

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

প্রাক-মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচটিতে কাতালানদের হয়ে একবার জালে বল জড়ান ফরাসি তারকা ফরওয়ার্ড উসমান দেম্বেলে। খুুব স্বাভাবিকভাবেই নতুন মৌসুম সামনে রেখে দেম্বেলেকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। ভক্তদের আশা দেখিয়ে ক্যাম্প ন্যু ছেড়ে গেলেন সাবেক বুরুশিয়া ডর্টমুন্ড তারকা। ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে উসমানে দেম্বেলেকে দলে ভেড়ালো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের সঙ্গে ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড। তার রিলিজ ক্লজের ৫০ মিলিয়ন ইউরো শোধ করেছে পিএসজি। দেম্বেলেকে হারানো এমনিতেই বড় ধাক্কা বার্সেলোনার জন্য। তার উপর এই মূল্যে তাকে বিক্রি করে সে অর্থে কোনো লাভই হবে না তাদের জন্য। কারণ চুক্তি অনুযায়ী, ৫০ মিলিয়ন ইউরোর অর্ধেক যাবে খেলোয়াড় ও তার এজেন্টের পকেটে। বাকি ২৫ মিলিয়ন ইউরো থেকে লা লিগার ফেয়ার প্লে� পলিসির কারণে মাত্র ১০ মিলিয়ন ইউরো খরচ করতে পারবে পরবর্তী ট্র্যান্সফারের জন্য। উল্লেখ্য, ২০১৭ সালে নেইমার দল ছাড়ার পর তড়িঘড়ি করে ১৩৫ মিলিয়ন ইউরো খরচ করে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে কিনে আনে বার্সেলোনা। তবে তার সুফল পায়নি দলটি। বড় একটা সময় ইনজুরির জন্য থাকতে হয়েছে মাঠের বাইরে। তবে গত বছর থেকে ইনজুরি প্রবণতা কমে আসে তার। কাতালান জায়ান্টদের জার্সিতে ১৮৫ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৪০টি। এই সময়ে লা লিগার শিরোপা জিতেছেন তিন বার। দুইবার কোপা দেল রে জয়ী দেম্বেলে গত বছর বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। সেই চুক্তির মেয়াদ বাকি থাকা সত্ত্বেও ক্যাম্প ন্যু ছাড়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি তিনি ক্লাবকে জানিয়েও দিয়েছিলেন। যা পরে নিশ্চিত করেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। গত বছর ডিসেম্বরে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলেছেন দেম্বেলে। কিন্তু এরপর ইনজুরির কারণে মৌসুমের বাকি সময় বার্সা জার্সিতে নামা হয়নি তার।