শেখ কামাল বাস্কেটবলে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অনূর্ধ্ব-২৩ (বালক) থ্রি অন ধ্রি বাস্কেটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে বিমান বাহিনীকে ১৮-১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে থ্রি অন ধ্রি বাস্কেটবল প্রতিযোগিতার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এদিকে গতকাল শনিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা থ্রি অন ধ্রি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হরনেটস্ স্পোর্টিং ক্লাব। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।