ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আনসারের ক্রীড়া প্রতিভা অন্বেষণ

আনসারের ক্রীড়া প্রতিভা অন্বেষণ

ফি বছর ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে পদক জয়ের শীর্ষে থাকে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ক্রীড়ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। ১৯৯২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা পাঁচটি বাংলাদেশ গেমসে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হয় আনসার। ক্রীড়াক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সরকারের কাছ থেকে স্বাধীনতা পদকও অর্জন করে এই সংস্থাটি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন করে ক্রীড়া প্রতিভা অন্বেষণ শুরু করেছে এই সার্ভিসেস সংস্থাটি। গত রোববার গাজীপুর সফিপুরে আনসার একাডেমিতে ২৫টি ডিসিপ্লিনে ৩৩০ জন ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হয়েছে ক্রীড়া প্রতিভা অন্বেষন। নতুন ক্রীড়াবিদ তৈরির এই প্রতিভা অন্বেষণের উদ্বোধন করেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। এ সময় অতিরিক্ত মহাপরিচালক ও আনসার ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) কর্নেল নাজিম উদ্দিন, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জিয়াউল হাসান এবং সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত