ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই বছরের চুক্তি

আল হিলালে ১০ নম্বর জার্সি পরবেন নেইমার

আল হিলালে ১০ নম্বর  জার্সি পরবেন নেইমার

অনেক দিন থেকেই বড় তারকাদের দলে ভেড়ানোর লক্ষ্য নিয়ে দলবদলের মাঠে নেমেছিল আল হিলাল। লিওনেল মেসির জন্য ক্লাবটি ৪০০ মিলিয়ন খরচ করতেও রাজি ছিল। কিন্তু আর্জেন্টাইন মহাতারকা সৌদি আরবে না গিয়ে যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসিকে দলে ভেড়াতে ব্যর্থ হয়ে তারা নেইমারের দিকে নজর দেয়। অবশেষে সফল হয়েছে আরবের ক্লাবটি। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান সুপার স্টার। ক্লাবটির সঙ্গে এরই মধ্যে ২ বছরের চুক্তি পাকা করেছেন নেইমার। আল হিলালে নেইমার ১০ নম্বর জার্সি পাচ্ছেন। এমন খবর দিয়েছে ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপে।

পত্রিকাটি জানিয়েছে, বছরপ্রতি নেইমারের পারিশ্রমক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো। জানা গেছে, নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আল হিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি। সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছেন নেইমার। সুতরাং, খুব শিগগিরই সৌদি প্রো লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আল হিলাল ক্লাবও শেষ পর্যন্ত বড় কোনো ফুটবলারকে দলে নিতে সক্ষম হচ্ছে। প্রথমে তারা চেষ্টা করেছিল লিওনেল মেসির ব্যাপারে। বছরপ্রতি ৪০০ মিলিয়ন ইউরোর প্রাব দিয়েছিল তাকে। দুই বছরের চুক্তির বিষয়ে আল হিলালের সঙ্গে প্রায় একমতও হয়ে গিয়েছিলেন মেসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত