ছুটিতে হকি খেলোয়াড়রা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চার দিন ছুটি পেলেন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে থাকা হকি খেলোয়াড়রা।

গত সোমবার দুই বেলা অনুশীলন শেষে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। রাসেল মাহমুদ জিমিরা চারদিন পেলেও দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ং কিম ছুটি পেয়েছেন সাতদিন। তাই তিনিও উড়াল দিয়েছেন নিজ দেশের উদ্দেশশ্যে।

চার দিনের ছুটি কাটিয়ে শুক্রবার রাতে খেলোয়াড়রা আবার ক্যাম্পে ফিরবেন। পরদিন থেকে তাদের অনুশীলন শুরু হবে। প্রথম তিন দিন দেশীয় কোচরা অনুশীলন কার্যক্রম পরিচালনা করবেন। পরবর্তীতে সোমবার বিদেশি কোচ ঢাকায় আসার কথা রয়েছে।

এর পরের দিন থেকে আবার কোরিয়ান কোচের অধীনে অনুশীলন করবেন জিমিরা। জানা গেছে, দেশ ছাড়ার আগে বিদেশি দলের বিপক্ষে তেমন কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা নেই জিমিদের। সার্ভিসেস বাহিনীর সঙ্গে সপ্তাহে দুটি করে অনুশীলন ম্যাচ খেলছে জাতীয় দল। ২৩ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমস। তবে সেখানে গিয়ে অন্য দেশের সঙ্গে কিছু ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে হকি ফেডারেশনের।