ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী বিশ্বকাপ

নাটকীয় জয়ে ইতিহাস গড়ে ফাইনালে স্পেন

নাটকীয় জয়ে ইতিহাস গড়ে ফাইনালে স্পেন

ফাইনালে যাচ্ছে কোন দল, স্পেন না সুইডেন? সেটি জানতে অপেক্ষা করতে হলো ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। কারণ, প্রথম ৮০ মিনিটে নেই কোনো গোল। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে পাল্টে গেল চিত্র। গোল হলো এই সময়ে তিনটি! রোমাঞ্চকর লড়াইয়ে সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। গতকাল মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে ৪৩ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে স্প্যানিয়ার্ডরা। আগামী রোববার শিরোপা লড়াইয়ে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। গোলের জন্য লক্ষ্যে প্রথম শট নিতে লেগে যায় ৪২ মিনিট। ৫৭তম মিনিটে বদলি নামা সালমা পারাইয়েলো ৮১তম মিনিটে গোল করে এগিয়ে নেন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে বদলি নেমে অতিরিক্ত সময়ে দলের জয়সূচক গোলটি করেছিলেন ১৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। দ্বিতীয় টিনএজার হিসেবে মেয়েদের বিশ্বকাপের সেমি-ফাইনালে গোল করার কীর্তি গড়লেন তিনি। ২০০৩ আসরে সুইডেনের বিপক্ষেই ১৬ বছর বয়সে গোল করেছিলেন কানাডার কারা লাং। ৮৮তম মিনিটে সুইডেন সমতায় ফেরে রেবেকা ব্লমকিস্টের গোলে। তবে পরের মিনিটেই স্পেনকে আবার এগিয়ে নেন অধিনায়ক ওলগা কারমন। সেটিই গড়ে দেয় ব্যবধান। এই দুই গোলের মাঝে ব্যবধান ছিল ৯৩ সেকেন্ডের। এবারের আগে দুবার বিশ্বকাপে অংশ নিয়ে কখনও নকআউট পর্বের ম্যাচ জিততে পারেনি স্পেন। ওই দুই আসর মিলিয়ে সাত ম্যাচে তাদের জয়ই ছিল স্রফে একটি। সেই তারাই এবার ছয় ম্যাচের পাঁচটি জিতে এখন ফাইনালে, অবিশ্বাস্যই বটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত