ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় ডিউবলে চ্যাম্পিয়ন পুলিশ

জাতীয় ডিউবলে চ্যাম্পিয়ন পুলিশ

শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে অনুষ্ঠিত ‘ওয়ালটন পঞ্চম জাতীয় ডিউবল প্রতিযোগিতায় (পুরুষ ও নারী)-২০২৩’ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল বুধবার উভয় বিভাগে ফাইনালে চ্যাম্পিয়ন হয় তারা। দুপুরে শহিদ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে ১১-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পুলিশ। আর পুরুষ বিভাগের ফাইনালে ৮-৬ গোলে বাংলাদেশ জেলকে হারিয়ে শিরোপা জিতে নেয় পুলিশ। নারী বিভাগে পুলিশের হিমু ও পুরুষ বিভাগের বাংলাদেশ জেলের অপু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেয়া হয়। আর তৃতীয় হওয়া দলকে ট্রফি দেয়া হয়। উভয় বিভাগের চ্যাম্পিয়ন দলের সবাইকে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়া অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেয়া হয়। ফাইনাল শেষে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. শরিফুল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত