ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে আবাহনী

ঈগলসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে আবাহনী

আগের রাতে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বসুন্ধরা কিংস। শারজায় স্বাগতিক শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা না পারলেও এএফসি কাপে দারুণ শুরু করেছে ঢাকা আবাহনী। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় প্রিলিমিনারি রাউন্ডের খেলায় মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে প্লে-অফের মঞ্চে উঠল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি। এএফসি কাপের মূল পর্ব খেলতে হলে আবাহনীকে ২২ আগস্ট আরেকটি প্লে-অফ বাধা উৎরাতে হবে। বৃষ্টি ভেজা মাঠের খেলায় অবশ্য আধিপত্যই দেখিয়েছে আবাহনী। কর্দমাক্ত, ভারি মাঠে বলের নিয়ন্ত্রণ নিতে বেগ পেতে হয়েছে দুই দলকেই। ঘরের মাঠে ছন্দময় ফুটবল খেলতে না পারলেও শুরুতে ঠিকই এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেয় মালদ্বীপের দল ঈগলস। শেষ মুহূর্তে দানিলো কুইপার দারুণ হেড গড়ে দিল ম্যাচের ভাগ্য। আবাহনীর শুরুটা ছিল আক্রমণাত্মক। পঞ্চম মিনিটে মুজাফ্ফর মুজাফ্ফরভের শট হাত উঁচিয়ে আটকে দেন গোলরক্ষক। ১০ মিনিট পর উজবেকিস্তানের এই মিডফিল্ডারের বক্সের বাইরে থেকে জোরাল শটও রুখে দেন ঈগলস গোলরক্ষক। ২০তম মিনিটে পাওয়া প্রথম ভালো সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। ডেভিড ইফেগুয়ের ক্রসে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন কর্নেলিয়াস। ৪৫তম মিনিটে ডেভিডের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি। তবে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় ‘আকাশি-নীল’ জার্সিধারীরা। ৬৩তম মিনিটে সমতায় ফেরে মালদ্বীপের দলটি। মিলোভান পেত্রোভিচির ফ্রি কিকে দৃষ্টিনন্দন সাইড ভলিতে জাল খুঁজে নেন রিজুভান আহমেদ। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৮১তম মিনিটে সতীর্থের ক্রসে হুমাইদ হোসেনের হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হলে বেঁচে যায় আবাহনী। একটু পর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ কড়া নাড়ে আবাহনীর দরজায়। তবে মোজাফ্ফরভের ফ্রি কিকে মিলাদ শেখ সোলেমানির ডাইভিং হেড লক্ষ্যে ছিল না, বল চলে যায় বাঁয়ে থাকা এমেকা ওহবাহর পায়ে। তার বাড়ানো আড়াআড়ি ক্রসে মিলাদের হেড অল্পের জন্য বাইরে যায়। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে ৮৯তম মিনিটে কর্নার আদায় করে নেয় আবাহনী। মোজাফ্ফরভের কর্নারে দূরের পোস্টে থাকা দানিলোর হেডে ফের এগিয়ে যায় আবাহনী। প্লে-অফে ওঠার আনন্দে মাঠ ছাড়ে মারিও লেমোসের দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত