সৌদি প্রো লিগে নতুন ইতিহাস লিখতে চান নেইমার

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি দেয়ার তালিকায় যোগ হলো আরেকটি বড় নাম। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আল হিলালে নাম লেখালেন নেইমার দ্য সিলভা জুনিয়র। এবার সৌদি প্রো লিগে নতুন চ্যালেঞ্জ নিতে চান ব্রাজিলিয়ান সুপার স্টার। একই সঙ্গে লিখতে চান নতুন ইতিহাস। আনুষ্ঠানিকভাবে আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে নেইমারের। ৩১ বছর বয়সি এই তারকাকে দলে ভেড়ানোর কথা গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছে সৌদি ক্লাবটি। ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’ নতুন জায়গায় নতুন করে পরীক্ষা দেয়ার প্রত্যয় জানিয়ে টুইটারে এই ব্রাজিলিয়ান জানান, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি এবং বিশেষ মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময় একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি। নতুন জায়গায় নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ নিয়ে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি।’ নেইমার বলেন, ‘আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লীগে এখন দারুণ শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমি অনেক শুনেছি এবং শিখেছি যে আমি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি দীর্ঘ তালিকা অনুসরণ করছি যারা অনেক বছর ধরে সৌদি আরবে খেলেছেন। তাই আমি বিশ্বাস করি এটি পছন্দসই জায়গা।’ ইউরোপ থেকে বাঘা বাঘা সব খেলোয়াড়দের টেনে এবার বেশ চমক দেখাচ্ছে সৌদি প্রো লিগ। তবে এ তালিকার বেশির ভাগ খেলোয়াড়দেরই সময়টা শেষ দিকে। সেখানে কিছুটা হলেও ভিন্ন নেইমার। ৩১ বছরেই ছাড়ছেন ইউরোপ। অথচ সময়ের অন্যতম প্রতিভাবান এই খেলোয়াড় হিসেবেই মানা হয় তাকে।