ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তোপের মুখে ইমরান খানকে রেখেই ভিডিও প্রকাশ পিসিবির

তোপের মুখে ইমরান খানকে রেখেই ভিডিও প্রকাশ পিসিবির

দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে পাকিস্তান ক্রিকেট দলের ইতিহাস থেকে বিজয়ের স্মরণীয় মুহূর্তগুলোকে প্রদর্শন করা হয়। তবে ভিডিওতে রাখা হয়নি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। তোপের মুখে ইমরানকে রেখেই ভিডিও প্রকাশ করেছে পিসিবি। সেই ভিডিওতে এখন বেশ উজ্জ্বলভাবেই ফুটে উঠছে ইমরান খানের বিশ্বকাপ জয়সহ ও পাকিস্তান ক্রিকেটে তার ভূমিকা। পিসিবির দাবি, আগের ভিডিওতে বড় দৈর্ঘ্যরে কারণে তা ছোট করতে গিয়ে কিছু অংশ বাদ পড়ে গিয়েছিল। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত সোমবার সামাজিক মাধ্যমে এই ভিডিও প্রথম প্রকাশ করে পিসিবি। ২ মিনিট ২১ সেকেন্ডের সেই ভিডিওতে পাকিস্তান ক্রিকেটের নানা বাঁকবদল, গুরুত্বপূর্ণ ঘটনা দেখানোর পাশাপাশি অনেক ক্রিকেটারকে দেখা গেলেও সেখানে ছিলেন না দেশটির একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান। পাকিস্তানের তথা ক্রিকেট ইতিহাসেরই সেরা অধিনায়ক ও অলরাউন্ডারদের একজনকে না রাখায় প্রবল সমালোচনা হয় সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে। পাকিস্তানের আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম তো কড়া সমালোচনা করে ভিডিও মুছে ক্ষমা চাইতে বলেন পিসিবিকে। অবশেষে বুধবার রাতে আরেকটি ভিডিও প্রকাশ করে পিসিবি। ‘২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পথে এগিয়ে যেতে পিসিবি একটি প্রচারণামূলক পদক্ষেপ নিয়েছে। গত ১৪ আগস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। দৈর্ঘ্যরে কারণে ভিডিও সংক্ষেপিত করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। ভিডিও’র পরিপূর্ণ সংস্করণে সেটি সংশোধন করা হয়েছে।’ ভিডিও সংক্ষেপ করতে হলেও দেশের ক্রিকেটে সেরা নায়কদের একজনকে বাদ দেওয়া কতটা যৌক্তিক, সেই প্রশ্ন অবশ্য তোলা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত