আগস্টে আর এজিএম করবে না বিওএ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘আমরা উন্নতি করতে চাই। আমরা এগিয়ে যাচ্ছি। ভালো করার চেষ্টাও বেড়েছে। আমাদের ইসি কমিটির সভাগুলোও নিয়মিত হচ্ছে’- কথাগুলো বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। গতকাল শনিবার বাংলাদশ শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত বিওএ’র চতুর্থ বার্ষিক সাধারন সভা (এজিএম)। সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি। এ সময় মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম নিয়ে সন্তুষ্ট বিওএর সভাপতি বলেন, ‘এজিএম খুবই ফলদায়ক হয়েছে। সবাই খেলা মনে আলোচনা করেছেন। এখান থেকে ভবিষ্যতের অনেক দিকনির্দেশনা পাবেন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সবাই খুশি। বেশ কিছু সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা যা চেয়েছি, তা জানতে পেরেছি।’ বিওএ’র আয়-ব্যয়ের হিসাব নিয়ে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের আয়-ব্যয়ের হিসাবটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সবার সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আগামীতে যা খরচা হবে তাও উপস্থাপন করা হয়েছে। সবাই এতে একমত। হাংজু এশিয়ান গেমসে প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। আমি আশাকরি, এজিএমের পর সবার ভেতরে নতুন গতি আসবে।’ আঞ্চলিক শাখার বিষয়ে সভাপতির কথা, ‘আগে আমাদের চারটি আঞ্চলিক বিভাগ ছিল। এখন বেড়েছে। সবগুলোই আমরা আঞ্চলিক সংগঠন হিসাবে সংগঠিত করব।’ ডিসিপ্লিন নিয়ে সভাপতির কথা, ‘কিছু ছোট একক ইভেন্টের ফেডারেশন রয়েছে, তারা ছোট হলেও পদক জিতে আনছে। তাই আমরা এখন দলগত ডিসিপ্লিনগুলোর উন্নতির দিকে ফোকাস করছি। এ নিয়ে সবার মধ্যেই আমি উৎসাহ উদ্দীপনা দেখেছি। অনেক ফেডারেশনের নিজস্ব ইনকাম রয়েছে। তারা নিজেরা তা দিয়ে চলতে পারে। তবে যাদের ইনকাম নেই, তাদের বিষয়ে আলোচনা হয়েছে।’ পরবর্তী এজিএম নিয়ে সভাপতি বলেন, ‘আগষ্ট শোকের মাস। তাই পরবর্তীতে আমরা আর আগষ্টে কোন এজিএম করব না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এজিএম হবে।’ ফেডারেশনগুলোর ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিওএ’র সভাপতি বলেন, ‘ফেডারেশনগুলো সবার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। প্রত্যেকের একটি দীর্ঘ, মধ্য ও স্বল্পমেয়াদি লক্ষ্য ঠিক করতে হবে। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সুবিধা আদায়ের বিষয়ে আমরা সহযোগিতা করব।’