ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে নেইমার

বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে নেইমার

ইউরোপ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে সৌদি আরবে পাড়ি জমালেন নেইমার জুনিয়র। বাংলাদেশ সময় শনিবার সকালে রিয়াদে পা রাখেন তিনি। বিমানবন্দরে ব্রাজিলিয়ান সুপার স্টারকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাব আল হিলালের পক্ষ থেকে। এসময় বিশ্বখ্যাত ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ট্রাউজার্স ও টি-শার্টে হাসতে হাসতে বিমানবন্দরের একটি গেট দিয়ে ঢুকছেন সেলেসাওদের এই তারকা। এ সময় তার কাঁধে আল হিলালের স্কার্ফও ঝুলতে দেখা যায়। সংবাদ সংস্থা এএফপি বলেছে, নেইমারকে বরণের আসল অনুষ্ঠান এখনো বাকি। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে নেইমারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে আল হিলাল। অনেকটা রক তারকার মতো করেই তাকে অভ্যর্থনা জানানো হবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আল হিলালের এক কর্তা জানান, সাম্বা ড্যান্সারের (নেইমার) সঙ্গে মানানসই, এমন বড় পার্টির আয়োজন করব আমরা। তবে এই প্রসঙ্গে কোনো আলোচনাই হচ্ছে না। মূল আলোচনা হচ্ছে যেই উড়োজাহাজে প্যারিস থেকে নেইমার সৌদি আরবে গেছেন, তা নিয়েই। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বোয়িং ৭৪৭ মডেলের উড়োজাহাজটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজগুলোর একটি। এর মালিক দেশটির প্রথম বাদশাহ আবদুল আজিজের নাতি প্রিন্স আলওয়ালেদ বিন তালাল। উড়োজাহাজভিত্তিক ওয়েবসাইট অ্যারোফ্লাপ বলেছে, সবচেয়ে বিলাসবহুল উড়োজাহাজটির দাম প্রায় ২০ কোটি ১১ লাখ ৯৫ হাজার ডলার। তবে এর দাম নিয়েও মতভেদ রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, বিলাসবহুল উড়োজাহাজটির দাম ৫০ কোটি ইউরোর কম না। এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, উড়োজাহাজটির প্রধান কক্ষটি সৌদি আরবের প্রিন্স ব্যবহার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত