ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনুশীলন রেখে দুবাইয়ে সাকিব

অনুশীলন রেখে দুবাইয়ে সাকিব

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ব্যস্ত রয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক। ক্লান্তি-অবসাদণ্ডবিশ্রামণ্ড এই তিনটি শব্দকে পাশ কাটিয়ে অনবরত ছুটে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এবার বাণিজ্যিক কারণে দুবাই গেছেন সাকিব। গতকাল রোববার মিরপুরে চলমান অনুশীলন রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি জুয়েলারির শো-রুম উদ্বোধন করবেন সাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘বিশ্ববিখ্যাত গোল্ড মার্কেট দুবাইয়ে আমি সাকিব আল হাসান আসছি ২০ আগস্ট এনআরআই জুয়েলার্সের হোলসেল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে। অফিস নং-৩১১, সেরিনা প্লাজা, বিল্ডিং-৩, ডেরা ইনরিচ প্রজেক্ট, ডেরা গোল্ড সুক মেট্রো স্টেশনের পাশে। ৩০ আগস্ট শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। আসন্ন এ প্রতিযোগিতাকে সামনে রেখে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের কারণে সাকিব দেরিতে যোগ দিবেন। কিন্তু গতকাল রাতে বি লাভ ক্যান্ডির কাছে হেরেছে সাকিবের গল টাইটান্স। মিরপুরের অনুশীলনে এখন পর্যন্ত দেখা যায়নি সাকিবকে। তবে কবে নাগাদ অনুশীলনে ফিরবেন সেটিও নিশ্চিত করে বলা যায়নি। হয়তো দুবাই থেকে ফিরেই দলের সঙ্গে এশিয়া কাপের প্রস্তুতিতে যোগ দিবেন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত