ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব অ্যাথলেটিকসের মঞ্চে ইমরানুরের রেকর্ড

বিশ্ব অ্যাথলেটিকসের মঞ্চে ইমরানুরের রেকর্ড

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। কিন্তু আক্ষেপ থেকে গেছে সেমিফাইনালে উঠতে না পারার। হাঙ্গেরির বুদাপেস্টে গত শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেন ইমরানুর। ইমরানুরের আগে কোনো বাংলাদেশি অ্যাথলেট সেমিতে ওঠার লড়াই পর্যন্তই যেতে পারেননি।

প্রিলিমিনারি রাউন্ডে আলো ছড়িয়ে ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে প্রথম হন ইমরানুর রহমান। তবে প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও সেমিফাইনালের হিটে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৬ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম এবং সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন তিনি। সকালের সেশনে প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর।

প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে অংশ নেন ইমরানুর। ১০ দশমিক ৫০ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন তিনি। পরের ধাপে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হন। গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হন। সব মিলিয়ে ১১তম হয়ে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত