মেসির সামনে আরো একটি শিরোপার হাতছানি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী ফুটবলার এখন লিওনেল মেসি। ব্রাজিলের দানি আলভেসকে পেছনে ফেলে মেসির শিরোপা সংখ্যা এখন ৪৪। সবশেষ আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে শিরোপা জিতেছেন তিনি। এবার আরো এক শিরোপা হাতছানি দিয়ে ডাকছে আর্জেন্টাইন মহাতারকাকে। মেসির হাত ধরে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির ভাগ্য বদলে যায়। নিয়মিত পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটি মেসির স্পর্শে মাত্র ৭ ম্যাচেই বদলে যায়। জিতে নেয় নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা। এই শিরোপা জিতে থামতে চান না মেসি। এরই মধ্যে ক্লাবটির অন্যতম মালিক হোর্হে মাসের কাছে পরের ম্যাচের সূচি জানতে চাইছেন এই আর্জেন্টাইন। হোর্হে মাসের ভাষায়, ‘লিওনেল মেসি এরই মধ্যে বুধবার ইউএস ওপেন কাপের সেমিফাইনাল নিয়ে ভাবছে। সে এতটুকু ছাড় দেয় না!’ মেসির পরের ম্যাচটাও অবশ্য সেমিফাইনাল। যেখানে জিতলে আরো একবার ফাইনালে দেখা যাবে তাকে। বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে তার দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরাতন আসর ‘ইউএস কাপ’-এর সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি এফসি। শত বছরের পুরাতন এই প্রতিযোগিতায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের প্রায় ১০০টি ক্লাব। বাংলাদেশ সময় ২৪ আগস্ট ভোর ৫টায় সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।