ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী ফুটবলারকে চুমু ফেডারেশন সভাপতির, বিতর্ক তুঙ্গে

নারী ফুটবলারকে চুমু ফেডারেশন সভাপতির, বিতর্ক তুঙ্গে

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অধিনায়ক ওলগা কারমোনার একমাত্র গোলে ইতিহাস গড়ে স্প্যানিস মেয়েরে। বিশ্বকাপ জয়ের পর শিরোপা মঞ্চে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। ম্যাচ শেষে শিরোপা উদযাপনের সময় বিশ্বজয়ী দলের এক ফরোয়ার্ডের ঠোঁটে চুমু দিয়ে বসেছেন ৪৫ বর্ষী লুইস। যে কারণে বিশ্বকাপ জয় ছাপিয়ে চুমুকাণ্ড নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। গত রোববার অস্ট্রেলিয়ার সিডনিতে মেয়েদের বিশ্বকাপে মুখোমুখি হয় ইংল্যান্ড-স্পেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। দুই দলই এবার প্রথম ফাইনাল খেলেছে। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখনই ঘটে সেই কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্প্যানিস ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই ঠোটে চুমু দিয়েছেন সভাপতি। তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে স্পেনের সাবেক ডিফেন্ডারকে। অবশ্য এই ঘটনা নিয়ে হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। পরে একটি লাইভ স্ট্রিমিংয়ে ৩৩ বর্ষী হারমোসো বলেছেন, ‘আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।’ ‘সভাপতির সঙ্গে আমার এবং দলের সবারই দুর্দান্ত সম্পর্ক। আমাদের সবার সঙ্গে তার আচরণ অসামান্য এবং এটি আসলেই স্নেহ এবং কৃতজ্ঞতার একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ ছিল মাত্র।’

তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক নেটিজেন লিখেছেন- ‘জেনি হার্মোসোকে ঠোঁটে চুমু বসিয়ে দেন উনি এবং মাত্রাতিরিক্তভাবে খেলোয়াড়দের ছুঁয়ে যাচ্ছিলেন।’

অপর একজন লিখেন- ‘আমার কোনো ভাষা নেই। ওর (হার্মোসো) মুখ চেপে ধরেন এবং তাকে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি! বিশ্বব্যাপী একটি টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার সময়ও এরকম হেনস্থাকারীদের থেকে রেহাই মিলছে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত