বিশ্বকাপ জয়ের পর বাবার মৃত্যুর খবর পেলেন কারমোনা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আনন্দ আর যন্ত্রণা ঠিক যেন পর পরই এলো ওলগা কারমোনার জীবনে। দারুণ গোল করে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনকে জিতিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এই আনন্দের রেশ থাকতেই অস্ট্রেলিয়ায় বসে তিনি জানলেন, পৃথিবী থেকে চলে গেছেন তার বাবা! রোববার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২৯ মিনিটে গোল করেন কারমোনা। তার গোল ধরে রেখেই শেষ পর্যন্ত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালের পর স্পেনের ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে জানায় কারমনার বাবার মৃত্যুর খবর। ‘রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে ওলগা কারমনার বাবার মৃত্যুর খবর। বিশ্বকাপ ফাইনালের পর খবরটি জানতে পেরেছেন এই ফুটবলার। এই গভীর দুঃখের সময়ে ওলগা ও তার পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, স্পেনের ফুটবলে তুমি ইতিহাস।’ স্পেনের সংবাদমাধ্যম রেলেভোর খবর, কারমোনার বাবা আসলে মারা গেছেন গত শুক্রবার। ফাইনালের মতো বড় ম্যাচ থাকায় সেই খবর এই ফুটবলারকে জানানো হয়নি। তাকে না জানানোর সিদ্ধান্তটি আসে তার পরিবার থেকেই। পরিবারই চেয়েছিল তিনি যেন ফাইনালে পুরো মনোযোগ দিতে পারেন। দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন কারমনার বাবা। কারমনার খেলা দেখতে তার মা ও ভাইরা এবার নিউজিল্যান্ডে গিয়েছিলেন বিশ্বকাপের গ্রুপ পর্বের। পরে বাবার অবস্থার অবনতি হলে তারা দ্রুত দেশে ফিরে যান। ফাইনালের আগে শনিবার অবশ্য তারা অস্ট্রেলিয়ায় যান কারমনাকে সমর্থন জোগাতে। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে রোববার ২৯তম মিনিটে গোল করেন কারমনা। সেটিই পরে হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এর আগে সেমিফাইনালের ৮৯তম মিনিটে ২৩ বছর বয়সি এই তারকার গোলেই ম্যাচ জিতে নেয় স্পেন। পরে সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বাবাকে উদ্দেশ্য করে আবেগময় অনুভূতি প্রকাশ করেন কারমনা। ‘আমি জানি, অনন্য এই অর্জনের শক্তি আমাকে দিয়েছো তুমিই। জানি, আজকে রাতে তুমি আমাকে দেখছো এবং আমাকে নিয়ে গর্ব করছো। শান্তিতে ঘুমাও বাবা।’