প্যারা এশিয়াডে ১২ ক্রীড়াবিদ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চীনের হাংজুতে ২৩ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। ৮ অক্টোবর এই গেমস শেষ হওয়ার পর একই ভেন্যুতে শুরু হবে প্যারা এশিয়ান গেমস। বিশেষ ক্রীড়াবিদরাই অংশ নেন এই গেমসে। এবারের প্যারা এশিয়াডে বাংলাদেশ চার ডিসিপ্লিনে অংশ নেবে। এর মধ্যে সর্বাধিক ক্রীড়াবিদ রয়েছেন আরচারিতে ছয়জন। অ্যাথলেটিক্সে অংশ নেবেন তিন এবং সাঁতারে দুইজন। অন্যজন দাবাড়। আরচারদের জন্য বাংলাদেশ জাতীয় আরচারি দলের সাবেক ভারতীয় কোচ নিশিথ দাশকে দায়িত্ব দেয়া হয়েছে। আপাতত দলটি সাভারের সিআরপিতে অনুশীলন করলেও শিগগিরই তাদের বিকেএসপিতে নেয়া হবে। এশিয়াডের পারফরম্যান্স দেখেই আগামী বছর প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকের জন্য দল চূড়ান্ত করা হবে। এ তথ্য জানান বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান।