ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসিকে ‘নকল’ করে ভাইরাল স্প্যানিশ ফুটবলার

মেসিকে ‘নকল’ করে ভাইরাল স্প্যানিশ ফুটবলার

আপনি যদি প্রথমবারের মতো কিছু অর্জন করেন তার অনুভূতি স্বাভাবিকভাবে একটু বেশিই হয়। আর সেই আনন্দ যদি বিশ্বকাপ জয়ের মতো কিছু হয় তাহলে তো কোনো কথায় নেই। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে যেন সেই বার্তায় দিলেন স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসো। কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই অধরা বিশ্বকাপ নিয়ে তার আবেগ খানিকটা বেশিই ছিল। এজন্য বিশ্বকাপ জয়ের রাতে নিজের বাহুতে ট্রফি জড়িয়ে ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ঘুমানোর কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন মেসি। এবার একই পথে হাঁটলেন হারমোসো। বিশ্বকাপ জয়ের পর রাতে সামাজিক যোগাযোগ মাধ্য্যমে একটি ছবি শেয়ার দেন এই স্প্যানিশ নারী মিডফিল্ডার। ছবিতে দেখা যায়, বিছানায় মাথার পাশে শুইয়ে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফিকে। মেসির মতো বাঁ’হাত দিয়ে ট্রফিটি ধরে ডান হাত ট্রফির নিচ দিয়ে ছড়িয়ে দিয়েছেন এই নারী ফুটবলার। হারমোসোর সেই ছবি ৬৩ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছে। আর্জেন্টিনা, স্পেন ও বার্সেলোনার অসংখ্য সমর্থক ছবিটি শেয়ার করেছেন। তাদের অনেকেই হারমোসোর প্রশংসা করেছেন। মেসি যে হারমোসোর আইডল সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা, মেসির সাবেক ক্লাব বার্সেলোনাতেই খেলেন এই তারকা ফুটবলার। এমনকি মেসির মত তিনিও তার নিজ দেশ এবং বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা। হারমোসো অবশ্য আরেকটি ঘটনার কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সেটি হলো পুরষ্কার বিতরণী মঞ্চে তার ঠোঁটে চুমু খেয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর হারমোসোকে জিজ্ঞেস করা হলে তখন বিরক্তি প্রকাশ করেছিলেন। নারী দলের মিডফিল্ডার বলেছিলেন, ‘আমি উপভোগ করিনি।’ যদিও এখন হারমোসো রুবিয়ালেসের পক্ষে কথা বলেছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বরাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের আনন্দে স্বত: স্ফূর্তভাবেই এটা (চুম্বন) হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত