ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাঁজা সেবনে নিষিদ্ধ শা’কারি বিশ্বের দ্রুততম মানবী

গাঁজা সেবনে নিষিদ্ধ শা’কারি বিশ্বের দ্রুততম মানবী

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের স্প্রিন্ট ইভেন্ট বলতেই যেন জ্যামাইকানদের জয়জয়কার। যদিও উসাইন বোল্টের পর পুরুষদের হয়ে সেই রাজত্বে খানিকটা ছেদ পড়েছিল। তবে ঠিকই নারীদের হয়ে জ্যামাইকার আধিপত্য বজায় রেখেছিলেন শেরিকা জ্যাকসন, ফ্রেজার প্রাইসরা। এমনকি ২০২০ টোকিও অলিম্পিকেও শীর্ষ তিনেই ছিলেন জ্যামাইকান অ্যাথলেটরা। কিন্তু গত সোমবার রাতে সবাইকে তাক লাগিয়ে বিশ্বের নতুন দ্রুততম মানবী বনে গেলেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। তবে এবারই প্রথম তিনি সবার নজর কাড়েননি। তিনি সেই রিচার্ডসন, মাদক-বিতর্কে যার ক্যারিয়ার পড়েছিল শঙ্কার মুখে। টোকিও অলিম্পিকের আগে ইউএস ট্রায়ালে মেয়েদের ১০০ মিটারে চমক দেখিয়েছিলেন রিচার্ডসন। ধারণা করা হচ্ছিল, বড় কিছুরই আভাস দিচ্ছেন আমেরিকান এই স্প্রিন্টার। কিন্তু গাঁজা টেনে মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় বৈশ্বিক এই আসরের আগে যুক্তরাষ্ট্র দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত