ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ

কবে ফিরবেন জামাল ভূঁইয়া?

কবে ফিরবেন জামাল ভূঁইয়া?

লিওনেল মেসির আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে নাম লিখিয়েছেন জামাল ভূঁইয়া। দেশটির তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। খানিকটা ফুরফুরে মেজাজে বুয়েনোস আইরেসে ঘুরে বেড়াচ্ছেন এই মিডফিল্ডার। গাড়িতে বসে জামাল দেখাচ্ছেন তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন। তৃতীয় বিভাগের দল হলেও জামাল ভূঁইয়ার আত্মতৃপ্তি, আমি আর্জেন্টিনায় খেলছি। ইতোমধ্যে সেই ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছেন লাল সবুজের তারকা এই মিডফিল্ডার। জানা গেছে পনের মাসের চুক্তি করেছেন তিনি। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে খেলার সুযোগ নেই। তারও আগ্রহ নেই। বাংলাদেশ জাতীয় দলে খেলবেন বলে জানিয়েছেন, আমি জাতীয় দলে খেলবো। খুব শিগিগরই ঢাকায় ফিরবো। আশা করছি ২৯ আগস্ট ঢাকায় যাবো। জাতীয় দলের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ফিফা প্রীতি ম্যাচ দুটি ৪ এবং ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেই দুটি ম্যাচও খেলবেন বলে জানিয়েছেন জামাল। আমার সঙ্গে কোচের কথা হয়েছে। আমি খেলবো। এখানে (আর্জেন্টিনায়) আমি অনুশীলনেই থাকবো। অনুশীলনের আধুনিক সুযোগসুবিধা রয়েছে, যা আমি সহজেই ব্যবহার করতে পারছি। ফিটনেস ধরে রাখতে আর্জেন্টিনার ক্লাবের সব সুবিধা আমি নিতে পারছি। সোল দা মায়োর হয়ে অনুশীলনে কোনো বাঁধা নেই জামালের। তবে দেশটির লিগ ম্যাচ খেলতে হলে আন্তর্জাতিক ছাড়পত্র লাগবে তার। কিন্তু আর্জেন্টাইন ক্লাবটি এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জামালের ছাড়পত্র চায়নি। আগামী ২৭ আগস্ট সোল দা মায়োর পরবর্তী ম্যাচে খেলাতে হলে এর আগে আন্তর্জাতিক ছাড়পত্র লাগবে জামালের। বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে ফুটবলের বাজার। তাই এক দেশের খেলোয়াড়কে অন্য দেশে খেলার ক্ষেত্রে সুযোগ করে দিতে একটি অনলাইন প্ল্যাটফর্ম করেছে ফিফা। সেই প্ল্যাটফর্মে একটি ক্লাব নতুন বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে যে দেশে সংশ্লিষ্ট খেলোয়াড় সর্বশেষ খেলেছে সেই দেশের ফেডারেশনের কাছে ছাড়পত্র চায়। সে মোতাবেক সংশ্লিষ্ট খেলোয়াড়কে সেই দেশের ফেডারেশন আপত্তি/অনাপত্তি দেয়। আন্তর্জাতিক ছাড়পত্র অনুরোধ পাওয়ার সাত দিনের মধ্যে এটি অনুমোদন করতে হবে। অন্য ক্লাবের সঙ্গে বৈধ চুক্তি থাকলে ফেডারেশন ছাড়পত্রের অনুরোধ বাতিলও করতে পারে। বাতিল বা অনুমোদন দু’টোরই সময়সীমা সাত দিন। জামালের নতুন ক্লাব সোল দা মায়োর লিগে পরবর্তী ম্যাচ ২৭ আগস্ট। এরপর ৯ সেপ্টেম্বর মাঠে নামবে তারা। এই সময়ের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলতে জামালের বাংলাদেশে আসার কথা। ইতোমধ্যে জামালের টিকিটের জন্য কাজ শুরু করেছে বাফুফে। বাফুফে টিকিট নিশ্চিত করলেই আর্জেন্টিনা থেকে রওনা হবেন জামাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত