ভারতে খেলতে আসছেন নেইমার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, ফরাসি তারকা করিম বেনজেমার সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দেয়ার খুশি হয়েছিলেন ভারতীয় ফুটবল সমর্থকরা। কেন তারা খুশি হয়েছিলেন। কারণ, ভারতের মাটিতে বিশ্বের অন্যতম সেরা এই তারকাদের খেলতে দেখতে পাওয়া। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এবার সেটাই হতে চলেছে। ভারতে খেলতে যাচ্ছেন নেইমার। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। মোট ২০টি দলকে ভাগ করা হয়েছে ৫টি গ্রুপে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। সূচি অনুযায়ী ভারতের মুম্বাই সিটি এফসির গ্রুপে পড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সম্প্রতি এই ক্লাবে যোগ দিয়েছেন নেইমার। তবে পূর্ণাঙ্গ সূচি এখনো তেরি হয়নি। যে কারণে ‘ডি’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কখন নেইমারের আল আহলি মুম্বাই আসবে, সেটা জানা যায়নি। ‘ডি’ গ্রুপে আল আহলি এবং মুম্বাই সিটির মুখোমুখি হবে ইরানের ক্লাব আল নাস্সাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএসসি নাভবাহর নামানগান। রোনালদোর আল নাসর পড়েছে ‘ই’ গ্রুপে। যেখানে খেলবে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস, কাতারি ক্লাব আল দুহাইল এবং তাজিকিস্তানের ক্লাব আল ইস্তিকলল। করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইরানের সেপাহান এসসি, ইরাকের এয়ার ফোর্স ক্লাব। ‘এ’ গ্রুপে রয়েছে উজবেকিস্তানের পাখতাকর, সৌদি আরবের আল ফাহিয়া, তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি এবং আবুধাবির ক্লাব আল আইন। ‘বি’ গ্রুপে রয়েছে কাতারের ক্লাব আল সাদ, উজবেকিস্তানের নাসাফ কুরশি, জর্দানিয়ান ক্লাব আল ফয়সাল, আরব আমিরাতের ক্লাব শারজাহ। গেল মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) শিল্ড জেতার সুবাদে এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে মুম্বাই। মুম্বাই বনাম আল হিলাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে। সেখানে আসন সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ফলে খুব বেশি মানুষ নেইমারকে দেখার সুযোগ পাবেন না। নেইমার ছাড়াও কদিন আগে সৌদি ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন কাতার বিশ্বকাপে নজরকাড়া মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার আলেকজান্ডার মিত্রোভিচকেও হিলালের জার্সি গায়ে দেখা যাবে। এছাড়া চেলসিতে খেলা কালিদৌ কৌলিবালি, পর্তুগালে রোনালদোর সতীর্থ এবং ইপিএলের উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার রুবেন নেভেসরাও রয়েছেন ক্লাবটিতে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সুবাদে ভারতে আসার সম্ভাবনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা করিম বেনজেমারও। তবে আপাতত নেইমারের দেখাই পাচ্ছে ভারত। এদিকে কাঁড়ি কাঁড়ি অর্থের বিনিময়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসার পর সৌদি ক্লাবগুলোর চোখ এখন শুধু নিজ দেশের ফুটবলে সাফল্য অর্জন করার দিকেই নিবদ্ধ নয়, তাদের চোখ এখন গিয়ে পড়েছে মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের পাশাপাশি ক্লাবগুলোর বিশ্বকাপ জয়ের দিকেও।