শ্রীলঙ্কায় করোনা হানা

পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ!

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপ শুরু হতে বাকি মাত্র ৫ দিন। ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে মহাদেশিয় এই টুর্নামেন্টের। তার আগে ধাক্কা খেল এশিয়া কাপের এবারের আসরের ৯ ম্যাচের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার স্পোর্টস প্যাভিলিয়নের সাংবাদিক দানুশকা অরবিন্দ টুইটারে ব্রেকিং নিউজ লিখে জানিয়েছেন তাদের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। পর পর দুই পোস্টে তিনি সেই দুই ক্রিকেটারের নাম লিখেন। তারা হলেন কুশাল পেরেরা ও আভিশকা ফার্নান্দো। অবশ্য এই দুই ক্রিকেটার এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন। আভিশকা ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং পেরেরা ২০২১ সালের আগস্টে আক্রান্ত হয়েছিলেন। এবারের আসরের ফাইনালসহ বেশিরভাগ ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায়। আর সে কারণে প্রশ্ন উঠছে, তবে কি পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ? বড় টুর্নামেন্ট আসলেই কি যেন হয় শ্রীলঙ্কার। গত বছর এশিয়া কাপ শুরুর আগে একাদশ সাজানো নিয়েই বিপাকে পড়েছিল দ্বীপরাষ্ট্রটি। যদিও শেষমেশ চ্যাম্পিয়ন হয়েছে তারাই। এবার এশিয়া কাপ শুরু হওয়ার আগে আবারো মড়ক লেগেছে দলটির। একদিন আগেই কাঁধের চোটে পড়ে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লঙ্কান পেসার দুশমন্থ চামিরা। এছাড়া তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। এর মধ্যেই খবর, দলটির উদ্বোধনী ব্যাটার আভিষ্কা ফার্নান্দো এবং উইকেট-কিপার কুশল পেরেরা করোনা আক্রান্ত হয়েছেন। যদিও এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন টুর্নামেন্ট পিছিয়ে দেয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কি না, সেদিকেই নজর সবার।