হেরেও ম্যাচ সেরা বাংলাদেশের অর্পিতা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চার বছর পর বাংলাদেশ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পেয়েছে। গতকাল শুক্রবার ওমানের সালালায় ?‘ফাইভ এ সাইড’ হকিতে ৭-৪ গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে পরাজিত হলেও বাংলাদেশের অর্পিতা পাল ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ৪ গোলের মধ্যে তিনটিই করেছেন অর্পিতা। গোলের পাশাপাশি ভালো খেলায় তিনি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি। অর্পিতা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী। বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন রিয়া আক্তার। ফাইভ এ সাইড হকি ১৫ মিনিট করে এক অর্ধ। বাংলাদেশের নারী হকির সম্ভাবনা থাকলেও মাঝে ফেডারেশন এ নিয়ে কাজ করেনি। আবার নারী হকি খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ করে দিয়েছে ফেডারেশন। ফাইভ এ সাইড হকি খেলার আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই বাংলাদেশের নারী খেলোয়াড়দের। তাই ফলাফলের চেয়ে অংশগ্রহণই বড় বিষয় অনেকটা।