এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে বিস্ফোরক মন্তব্য

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আর ক’দিন বাদেই। ঘনিয়ে এসেছে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ। আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে মহাদেশীয় এই আসর। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনামাফিক কঠোর অনুশীলন করে চলেছে বাংলাদেশ দল। তবে সাবেক টাইগার পেসার তাপস বৈশ্য মনে করেন, এবার এশিয়া কাপে অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ দল অনেক দুর্বল! তাদের ‘তিন ওভারে ৪০ রান করার সামর্থ্য নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তাপস বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমরা কি ভাবছি? আমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপে গিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে? আমাদের দল অন্যান্য দলের তুলনায় চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশ দল অনেক দুর্বল। ‘আমি যখন কথা বলি, তখন আমার জায়গা থেকে বাস্তবতা বলার চেষ্টা করি। মানুষ হিসেবে অবশ্যই আমি ইতিবাচক কথা বলব। কিন্তু ইতিবাচক কথাটা অবাস্তব বললে তো হবে না। আমি যদি এখন চিন্তা করি পাখি হয়ে উড়াল দিয়ে দেব। এটা ইতিবাচক কিন্তু আমি পাখির মতো উড়াল দিয়ে তো যেতে পারব না। ওই ধরনের ইতিবাচক কথা বলে তো লাভ নেই’- যোগ করেন তিনি। তাপস আরও বলেন, ‘একটা ম্যাচে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট তিন ওভারে ৪০ কে করবে? আমাদের ওই শক্তিই নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা।’ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের স্পিনিং উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে নাকানি-চুবানি খাইয়েছে টাইগাররা। এমন উইকেটে খেলাকেই সমস্যা হিসেবে দেখছেন সাবেক এই ডানহাতি পেসার। তার ভাষায়, ‘মিরপুরে আমরা এত ভালো খেলি। এখানকার ক্রিকেট আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনও দেখবেন না আমরা ৩৩০-৩৪০ করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০, ৩৫০ রান হবে। কারণ, খেলাটা এত গরম, ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না।’