স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি

সমালোচনাকারীরা ‘ইডিয়ট’ আমি পদত্যাগ করব না

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অদ্ভুত এককাণ্ড ঘটিয়ে ফেলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। আনন্দের আতিশয্যে বিশ্বকাপজয়ী দলের এক ফরোয়ার্ডের ঠোঁটে চুমুু দিয়ে বসেন তিনি। এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানান চুমুর শিকার জেনিফার হারমোসো। ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, ক্রীড়া সংশ্লিষ্ট লোকজন। রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রমের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুধু ফিফা নয়, ফুটবলের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শাস্তির দাবি জানিয়ে আসছে। রুবিয়ালেসের শাস্তির দাবি জানিয়েছে দেশটির নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র কার্লোস দি লাস হেরাস স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এরপরই গুঞ্জন উঠেছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্টের পদ থেকে সরে যাচ্ছেন লুইস রুবিয়ালেস। এমন সংবাদই চাউর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তীব্র সমালোচনাতেও টলছেন না তিনি। পদত্যাগ করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন আরএফইএফ প্রেসিডেন্ট। শুক্রবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনেকেই ভেবেছিলেন এখানে পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু ফুটবল বিশ্বকে চমকে দিয়ে নিজের ভাষণে তিনি চিৎকার করে বলেন, ‘আমি পদত্যাগ করব না।’ গত রোববার সিডনিতে নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। এরপর পুরস্কার বিতরণী মঞ্চে সেই কাণ্ড ঘটান রুবিয়ালেস। স্পেনের প্রায় সব ফুটবলারদের আলিঙ্গন করেন এবং গালে ও কপালেও চুমু দেন। তবে মিডফিল্ডার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন তিনি। সেই ঘটনার পর তীব্র সমালোচনা শুরু হয় চারদিকে। সামাজিকমাধ্যম তো বটেই সংবাদমাধ্যমেও চলছে সমালোচনা। তবে শুরুতে সমালোচনাকারীদের ‘ইডিয়ট’ বলে উড়িয়ে দিলেও পরে এক ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেছিলেন রুবিয়ালেস। তাতেও ঝড় কমেনি। স্রেফ ক্ষমা চাওয়াই এখানে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তিনি। এদিকে, রুবিয়ালেসের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী জেনিফার হারমোসো। শাস্তি দাবি করে আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফাও।