ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়াড বক্সিংয়ে প্রবাসী জিনাতই সবেধন নীলমনি!

এশিয়াড বক্সিংয়ে প্রবাসী জিনাতই সবেধন নীলমনি!

হাংজু এশিয়ান গেমসে যাচ্ছেন তিন বক্সার। তাদের মধ্যে লাল সবুজের কর্তাদের কাছে সবেধন নীলমনি যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসই। তবে জিনাতের মাধ্যমে পদক জয়ের স্বপ্ন নয়, ভাল ফল বয়ে আনার প্রত্যাশাই করছেন বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনের কথায়, ‘এশিয়ান গেমস অনেক বড় বিষয়। তারপরও আমরা প্রবাসী জিনাতকে দলে অন্তর্ভূক্ত করেছি। তাকে দিয়ে হয়তো পদক জয়ের প্রত্যাশা টিকবে না। তবে ভাল কিছু বয়ে আনবে সেটাই চাই।’ গত ১৫ জুলাই ছিল এশিয়ান গেমসে নাম নিবন্ধনের শেষ দিন। ওই সময় ৫১ কেজিতে আবু তালহা ও ৫৭ কেজিতে সেলিম হোসেন- এই দুইজনের নামই দিয়েছিল ফেডারেশন। কিন্তু হঠাৎই যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাতের খোঁজ পান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। বিওএর এই দুই কর্তাই জিনাতকে নিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত