ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার ফোর: হাথুরু

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার ফোর: হাথুরু

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র দুই দিন বাকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট শুরু হতে। এবারের আসর সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আজ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়বে টাইগাররা। এর আগে গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে হাথুরুর জানিয়েছেন, দলের প্রস্তুতি নিয়ে বেশ তৃপ্ত তিনি। এছাড়া বাংলাদেশের প্রথম লক্ষ্য সুপার ফোর বলেও জানিয়েছেন তিনি। এশিয়া কাপকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছিল কেমন হয়েছে আসর শুরুর আগে ক্রিকেটারদের প্রস্তুতি। উত্তরে হাথুরু জানান, যতটুকু প্রস্তুতি হয়েছে তাতে আমি সন্তুষ্ট। ফিটনেস এবং মেডিকেল টেস্টের মাধ্যমে খুব ভালো ভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল। এরপর আমরা স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছি সাত দিন। এরপর আমরা এক সপ্তাহ আমরা কাজ করেছি কৌশলগত এবং দলে কার কি ভূমিকা থাকবে এসব নিয়ে। অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।

এছাড়া অনুশীলনের শেষ পাঁচ দিন টাইগাররা ব্যক্তিগত চাহিদা অনুযায়ী অনুশীলন করেছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে ওয়ানডে অধিনায়ক হবার পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষে দলের প্রস্তুতি কেমন হয়েছে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, কোচ যেটা বলল, খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি সবাই খুব ভালো অবস্থায় আছে। দুর্ভাগ্যজনক যে এবাদত আমাদের সাথে যেতে পারছে না, ও গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই জায়গা থেকে একটু সেটব্যাক। তারপরও বলব যে প্রস্তুতি ও স্কোয়াড আছে, আমরা অনেকদূর যেতে পারব। এবারের আসরে সবগুলো ম্যাচেই জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন সাকিব। তবে আগেই বড় কোনো লক্ষ্যের জন্য না ছুটে ধাপে ধাপে সামনে এগোনোর কথা জানিয়েছেন তিনি। সাকিব বলেন, আগে কোয়ালিফাই করতে হবে। একটা একটা ম্যাচ করে এগোতে চাই। প্রতিটি ম্যাচ চিন্তা করে ভালো ফলাফলের চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত