ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিমানবন্দরে তাসকিন আহমেদ

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। নিজেদের পারফরম্যান্সে সেটা বারবারই প্রমাণ দিয়েছে তারা। তবে টাইগাররা মহাদেশীয় বা বৈশ্বিক আসরে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি। তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। প্রথমবার স্রেফ ২ রানের জন্য পাকিস্তানের বিপক্ষে হতাশার হার। পরেরটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হতাশায় ডুবতে হয়েছে ভারতের বিপক্ষে। এরপর ২০২০ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে সবশেষ ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেবারও আশা জাগিয়ে ভারতের কাছে হেরে যায় লাল সবুজ দল। তবে মহাদেশীয় এই টুর্নামেন্ট ঘিরে এবার বাংলাদেশের প্রত্যাশার পারদ তুঙ্গে। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা উড়াল দেয়ার আগে দলের হয়ে তেমন আশাবাদই শুনিয়ে গেলেন গতিতারকা তাসকিন আহমেদ। গতকাল রোববার দুপুর ১টায় কলম্বোর উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। কলম্বো থেকে ক্যান্ডিতে প্রথম ম্যাচের ভেন্যুতে যাবেন তারা। ৩১ অগাস্ট পাল্লেকেলের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ১৭ জনের স্কোয়াডের মধ্যে ১৫ জন এদিন ফ্লাইট ধরেছেন। ওপেনার ও সহ-অধিনায়ক লিটন দাস যেতে পারেননি অসুস্থতার জন্য। জ্বরে আক্রান্ত ক্রিকেটার সময়মত সুস্থ না হলে বিকল্প ভাবতে হবে বাংলাদেশকে। এছাড়া সবার সঙ্গে যেতে পারেননি নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব। ইবাদত হোসেনের চোটে তিনি পরে যুক্ত হন দলে। তার টিকেটও আলাদা রোববার শ্রীলঙ্কার ফ্লাইট ধরতে দুপুরে আগে বিমানবন্দরে আসতে থাকেন ক্রিকেটাররা। প্রবেশমুখে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। দলের অন্যতম সেরা পেসার শুনান আশাবাদ, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দয়া করবেন যেন ভালো করতে পারি।’ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে ভালো করছে বাংলাদেশ। ১৫ ম্যাচে বাংলাদেশের জয় আটটিতে, হার পাঁচটি, ফল আসেনি ২ ম্যাচে। এই সময়ে খেলার ধরনেও পরিবর্তন চোখে পড়ার মতো। আগের চেয়ে ইতিবাচক ব্যাটিংয়ে বড় স্কোর গড়ার দিকে মন দিতে দেখা গেছে প্রায় সব সিরিজে। সঙ্গে বোলিং ও ফিল্ডিং হয়েছে ধারাল। চন্ডিকা হাথুরুসিংহে যোগ দেয়ায় গোটা দলের আবহও পরিবর্তন হয়েছে।

তাসকিন মনে করেন সবাই সেরা ক্রিকেট খেলতে পারলে বড় অর্জন সম্ভব, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছে তো অবশ্যই আছে। মূল জিনিসটা হল ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত