নতুন যুগে বাংলাদেশের ফুটবল

সর্বোচ্চ দামে গোলরক্ষক আসিফ কিংসে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গত শনিবার ছিল দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক দিন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যোগ হলো আরো একটি অধ্যায়। প্রথমবারের মতো নিলামে তোলা হলো ফুটবলারদের। এতে ক্রিকেট ও হকির পর নিলামের নতুন যুগে প্রবেশ করল দেশের ফুটবল। এ দিন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে দেখা যায়, বলরুমের দুই দিকে বিশাল দুটি জায়ান্ট স্ক্রিন। তাতে ভেসে উঠছে তরুণ ফুটবলারদের ছবি। ছোট ছোট টেবিলগুলেতে বসা ক্লাব কর্তারা। প্লেকার্ড উচিয়ে একের পর এক দাম হাঁকাচ্ছেন তারা। ক্রিকেট ও হকিতে এমন ঘটনা আগে দেখা গেলেও ফুটবলে এটা প্রথম। একাডেমির ১০ ফুটবলারকে নিলাম তুলেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে সর্বাধিক ১৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছেন গোলরক্ষক মোহাম্মদ আসিফকে। তাকে কিনেছে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আসিফ বলেন, ‘বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে যোগ দেয়াটা বড় ব্যাপার। আমি খুব খুশি। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ এবং আমি এটাকে ইতিবাচকভাবে নিতে চাই।’ প্রথমবারের মতো হয়েছে ফুটবলারদের নিলাম। হোক তা ১০ জন নিয়ে। তবে এমন সুন্দর একটা মুহূর্ত সুন্দরভাবে শেষ হলো না। কিছুটা বিশৃঙ্খলা ছিলই। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। সেখানে অংশ নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ ক্লাব। মো. আসিফকে নেয়ার জন্য লড়াই বেশ জমে উঠেছিল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কিংস ও রানার্সআপ আবাহনীর মধ্যে। দুই বড় দলের মর্যাদার লড়াইয়ে তরতর করে দাম বাড়তে থাকে আসিফের। শেষ পর্যন্ত লড়াইয়ে জেতে লিগ চ্যাম্পিয়নরাই। তবে নিলামের ষষ্ঠ খেলোয়াড় সেন্টারব্যাক আজিজুল হক অনন্তকে নিয়ে তৈরি হয় জটিলতা। তার ভিত্তিমূল্য ছিল ৫ লাখ টাকা। নিলামে ব্রাদার্সকে ভিত্তিমূল্যে পাওয়ার ঘোষণা দেয়ার পর প্রতিবাদ করে মোহামেডান। তাদের টেবিলে থাকা সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন তারাও বোর্ড তুলেছিলেন। ভিডিও দেখে সিদ্ধান্ত দেয়া হয় ব্রাদার্সের পক্ষে। পরে এতে প্রতিবাদ করে স্থান ত্যাগের সিদ্ধান্ত নেয় মোহামেডান। পরে তাদের বুঝিয়ে অনন্তের নিলাম আবার করা হয়। সেখানে মোহামেডান ও ব্রাদার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লাড়াই হয়। শেষ পর্যন্ত ১০ লাখ টাকায় তাকে কিনে নেয় ব্রাদার্স। ফর্টিস এফসি প্রথমে চন্দনকে নিতে চাইলেও শেষমেষ তারা ৭.২৫ লাখ টাকায় মিডফিল্ডার সাজেদ হাসান জুম্মন নিঝুমকে কেনে।