পোলার স্কুল হ্যান্ডবলের পর্দা উঠছে আজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিগত ১১ বছর ধরেই বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে পোলার আইসক্রিম। এবার সেই পৃষ্ঠপোষকতার একযুগ পূর্তি হয়েছে। তাই এবার একটু বেশি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের। আজ পর্দা উঠছে ২৮তম আসরের। টুর্নামেন্টের নাম ‘পোলার আইসক্রিম ২৮তম স্কুল হ্যান্ডবল’। এবারের আসরে বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪টি স্কুল। আর বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯টি স্কুল। আগের আসরের চেয়ে এবার বালক বিভাগে দু’টি ও বালিকা বিভাগে একটি স্কুল বেশি অংশগ্রহণ করছে। দল সংখ্যা বাড়ায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে খেলা হবে। বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রপ করা হয়েছে। বালক ও বালিকা দুই বিভাগের ফাইনাল ম্যাচ হবে ৪ সেপ্টেম্বর। টুর্নামেন্টের বাজেট ১৭ লাখ ৫০ হাজার টাকা। স্পন্সর প্রতিষ্ঠান পোলার আইসক্রিম দিচ্ছে ১৫ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশন বহন করবে। পোলার স্কুল হ্যান্ডবলে পৃষ্ঠপোষকতার একযুগ পুর্তি হচ্ছে এবার। বিশেষ এই ক্ষণকে উদযাপনের পরিকল্পনা রয়েছে ফেডারেশন ও পোলারের। স্কুল হ্যান্ডবল নিয়ে বিস্তারিত জানাতে হান্ডবল ফেডারেশনের সভাকক্ষে গতকাল রোববার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু ও ঢাকা আইসক্রিমের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।