চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন এবাদত

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষের সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। হাঁটুর সেই চোটই এই পেসারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আসন্ন এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েন এবাদত। তবে দ্রুত মাঠের ক্রিকেটে ফিরতে উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন এই পেসার। প্রশ্ন দেখা দিয়েছে, বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবেন তো তিনি? বিশ্বকাপের আগে সুস্থ এবাদতকে পেতে মরিয়া বিসিবিও। তাই এ পেস বোলারের হাঁটুর চিকিৎসার জন্য আগে থেকেই তাকে বাইরে পাঠানোর চিন্তা-ভাবনা চলছিল। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ‘এবাদতকে বাইরে পাঠানোর চেষ্টা চলছে। একাধিক দেশে কথা হচ্ছে। এখন চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে তাকে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।’ এরপর গত দু’দিন আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে রোববার বিকাল গড়াতেই মিলল তথ্য, সব কিছু চূড়ান্ত। বিদেশে ডাক্তারের সঙ্গে কথাবার্তা হয়েছে।