ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সপ্তম স্থানের জন্য লড়বেন অর্পিতারা

সপ্তম স্থানের জন্য লড়বেন অর্পিতারা

ওমানের সালালায় ফাইভ এ সাইড হকিতে বাংলাদেশ নারী হকি দল এবার লড়বে সপ্তম স্থানের জন্য। গতকাল রোববার গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ৭-১০ গোলে হেরেছে তারা। এই ম্যাচটি জিততে পারলে অর্পিতারা ক্রসওভারে খেলতে পারতেন। সেখানে এলিট গ্রুপের মালয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ মিলত। বাংলাদেশের চ্যালেঞ্জার গ্রুপে সবচেয়ে শক্তিশালী দল ছিল হংকং। গ্রুপের পাঁচ ম্যাচের সবক’টিতেই তারা জিতেছে। পরের ম্যাচটি ছিল ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপের। সেই ম্যাচে তাইপে জিতলে বাংলাদেশের গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে ক্রসওভারে খেলার সুযোগ থাকত। ইন্দোনেশিয়া জিতে যাওয়ায় হংকংয়ের সঙ্গে তারা ক্রসওভার নিশ্চিত করেছে চ্যালেঞ্জ গ্রুপ থেকে। বাংলাদেশ নারী হকি দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে ৪ বছর পর। ফাইভ এ সাইড হকিতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। প্রথম অংশ নিয়েই তিনটি ম্যাচ জিতে তাদের সক্ষমতা ও সম্ভাবনা প্রমাণ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত