ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দ. কোরিয়া যাচ্ছে টেবিল টেনিস দল

দ. কোরিয়া যাচ্ছে টেবিল টেনিস দল

দুই বছর আগে কাতারে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ খেলেছিল বাংলাদেশ। ভাল ফল করায় বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করে। ৩-১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান টিটির আরো একটি আসর। যেখানে অংশ নেবেন বাংলাদেশের আটজন। চারজন করে পুরুষ ও মেয়ে ক্রীড়াবিদ। র‍্যাংকিং অনুযায়ী পুরুষ বিভাগে রামহিম লিয়ান বম, মানস চৌধুরী, মুহতাসিন আহমেদ হৃদয় ও ইমরুল কায়েস ইমনের যাওয়ার কথা রয়েছে। তবে আন্তর্জাতিক আসর থেকে অবসর নেওয়ায় মানস চৌধুরী যাচ্ছেন না। ফলে যুব গেমসে চ্যাম্পিয়ন উদীয়মান নাফিস ইকবালকে সুযোগ দিচ্ছে ফেডারেশন। মেয়েদের ক্ষেত্রেও তাই। র‍্যাংকিং অনুযায়ী সাদিয়া রহমান মৌ, সোনম সুলতানা সোমা ও রহিমা আক্তারের সঙ্গে যাচ্ছেন যুব গেমসে চ্যাম্পিয়ন খই খই সাই মারমা। এই টুর্নামেন্টে ভাল করে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ। ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘নির্বাহী কমিটির সভা অনুযায়ী আমরা এশিয়ান টিটিতে চারজন করে খেলোয়াড় পাঠাচ্ছি। র‍্যাংকিংয়ে তিনজন এবং উদীয়মান একজনকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত