ভারতীয় ভিসার জন্য মাহমুদউল্লাহর আবেদন

তবে কী বিশ্বকাপ দলে থাকছেন!

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলঙ্কায়। দেশ ছাড়ার আগেই ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় ভিসার আবেদন করে গেছেন সাকিব-তাসকিনরা। তবে ওই সময় ভিসার আবেদন করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার তখন ভিসা না করায় অনেকেই ভেবে নিয়েছিলেন, বিশ্বকাপ দলের পরিকল্পনাও হয়তো নেই রিয়াদ। তবে, গতকাল সোমবার কঠোর অনুশীলন শেষে ভারতীয় ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সতীর্থ খালেদ আহমেদকে সঙ্গী করে মিরপুরে ঘণ্টাখানেকের ব্যাটিং সেশনের ইতি টানেন মাহমুদউল্লাহ রিয়াদ। নেটে তার ঘণ্টাখানেকের আগ্রাসী মেজাজের ব্যাটিং অনুশীলনে ফুটে উঠে জাতীয় দলের জার্সিতে ফেরার ক্ষুধা। ব্যাট হাতে কঠোর অনুশীলন শেষে বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে ভারতীয় ভিসা সেন্টারে ছুঁটে যান রিয়াদ। সেখানে তিনি দিয়েছেন ফিঙ্গারপ্রিন্টও। এশিয়া কাপের আগেই ইনজুরিতে পড়েছেন এবাদত হোসেন। শারীরিকভাবে অসুস্থ লিটন দাসও। বিশ্বকাপের মতো বড় আসরেও ক্রিকেটাররা যে কোনো সময় পড়তে পারেন ইনজুরিতে, হতে পারেন অসুস্থ। জরুরি পরিস্থিতিতে যখন-তখন যে কাউকে প্রয়োজন পড়তে পারে। কোনো ক্রিকেটারের ইনজুরিতে দল যেন বড় ধরনের বিপাকে না পড়ে সেই ভাবনা থেকেই বিশ্বকাপের জন্য বিকল্প ক্রিকেটার প্রস্তুত রাখার ভাবনা হাথুরুসিংহের। সেই দিক বিবেচনা করেই স্কোয়াডের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদসহ আরো ৮ থেকে ১০ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে। রিয়াদের ভারতীয় ভিসা সেন্টারে যাওয়া প্রমাণ করে যে বিসিবির পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি।