ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেমেই রেকর্ড, যা শুধুই জোকোর

নেমেই রেকর্ড, যা শুধুই জোকোর

ইউএস ওপেনে গত কয়েক বছর বিগ থ্রির দাপট নেই। সব শেষ ২০১৯ সালে যেখানে শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদাল। এরপর টানা ৩ বছর অন্য একজনের হাতে ট্রফিটি উঠেছে। তবে এবার নোভাক জকোভিচের সম্ভাবনা বেশি। এরই মধ্যে প্রথম রাউন্ডে নেমে রেকর্ড গড়ার পাশাপাশি শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তিনি। এতদিন পুরুষ এককের শীর্ষে ছিলেন তরুণ কার্লোস আলকারাজ। তাকে হটিয়ে একে উঠে এলেন এই সার্বিয়ান। একই সঙ্গে গ্র্যান্ডস্লামের প্রথম রাউন্ডে টানা ৬৭ ম্যাচ জয়ের বিরল কীর্তিতে নাম লেখালেন। উন্মুক্ত যুগে টেনিসের মেজর টুর্নামেন্টে টানা ৬৭ জয় আর কারও নেই। এমন দিন হয়তো সহজে ভুলতে পারবেন না জকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুলারকে ৬-০, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেন তিনি। তৃতীয় রাউন্ডে ওঠার পথে তার বাধা স্পেনের মিরালেস। আজ সেই বাধা সরাতে নামবেন বিশ্বের নম্বর ওয়ান এই টেনিস তারকা। তার আগে প্রথম রাউন্ডের উড়ন্ত জয়ের মতো সামনের পথও সাজাতে চান জকোভিচ, ‘আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। আসলে এই পরিবেশে এলে কেন জানি চাপটা বেড়ে যায়। বিশেষ করে আর্থার অ্যাশে। যাক শুরুটা দারুণ হলো। আশা করি, শেষটাও এভাবে হবে।’ টেনিসের সবচেয়ে বেশি ২৩ গ্র্যান্ডস্ল্যাম এখন জকোর শোকেসে। ইউএস ওপেন জিতলে নিজেকে আরো ছাড়িয়ে যাবেন তিনি। সুযোগটা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন ৩৬ বছর বয়সি এই টেনিস সুপারস্টার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত