ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেসির নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে আর্জেন্টিনা

মেসির নেতৃত্বে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচ খেলার জন্য লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ীদের ৩২ সদস্যের দলে স্থান হয়েছে অভিজ্ঞ আনহেল ডি মারিয়ার। রয়েছেন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুকাস বেলত্রান, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি ও লুকাস এসকিভেল। বুয়েন্স এইরেসে ৭ সেপ্টেম্বর ইকুয়েডরকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। ক’দিন বাদেই উড়ে যাবে বলিভিয়ায়।

কেমন হবে আর্জেন্টিনা দল?

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, জারমান পেজেল্লা, গনজালো মন্টিয়েল, হুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, লিসান্দো মার্টিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, লুকাস এসকিভেল। মিডফিল্ডার: লেয়ান্দ্রো পেরেদেস, রদ্রিগো দে পল, গুইদো রদ্রিগেস, এনসো ফের্নান্দেজ, ফাকুন্দো বুনানোতে, আলেক্সিস ম্যাক আলিস্টার, এজিকুয়েল প্যালাসিওস, ব্রুনো জাপেল্লি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লুকাস বেলত্রান, নিকোলাস গনসালেজ, লাউতারো মার্টিনেজ, আনহেল কোররেয়া, আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গারনাচো, অ্যালান ভেলাস্কো ও থিয়াগো আলমাদা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত