ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউরোপা লিগে সহজ গ্রুপে লিভারপুল

ইউরোপা লিগে সহজ গ্রুপে লিভারপুল

ইউরোপা লিগের গ্রুপ পর্বে বড় কোনও বাধা টপকাতে হবে না লিভারপুলকে। গত শুক্রবার গ্রুপের ড্রয়ে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ‘ই’ গ্রুপে ইয়ুর্গেন ক্লপের দল পেয়েছে অস্ট্রিয়ার এলএএসকে, বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট গিলোইস ও ফরাসি কাপ চ্যাম্পিয়ন তুলোকে। ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার ইউরোপা লিগে খেলছে লিভারপুল। ওইবার ফাইনালে তারা হেরে গিয়েছিল সেভিয়ার সঙ্গে।

গত মৌসুমের প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থাকায় ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় খেলতে হচ্ছে অলরেডদের। গত মৌসুমে প্রিমিয়ার লিগ ষষ্ঠ স্থানে থেকে শেষ করে প্রথমবার ইউরোপে খেলার যোগ্যতা লাভ করেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন।

গ্রুপে চারবারের সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন আয়াক্স, মার্শেই ও গ্রিক চ্যাম্পিয়ন এইকে এথেন্সের মুখোমুখি হবে তারা। গত মৌসুমের ফাইনালে পেনাল্টিতে সেভিয়ার কাছে হারা হোসে মরিনহোর রোমা ‘জি’ গ্রুপে খেলবে স্লাভিয়া প্রাগ, শেরিফ তিরাসপোল ও সার্ভেত্তের বিপক্ষে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত