ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুযোগ নষ্ট করে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের

সুযোগ নষ্ট করে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র বাংলাদেশের

পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। ওই ম্যাচে আফগান বোলারদের বিপক্ষে দাপট দেখিয়েছে মিরাজ-শান্তরা। তবে একই দিন ঘরের মাঠে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি জামাল ভূঁইয়ারা। পুরো ম্যাচেই ছিল বাংলাদেশের আধিপত্য। তিন তিনবার তো প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে গেলেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। কিন্তু লক্ষ্যেই শট নিতে পারেননি তারা। ফলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের দারুণ সুযোগ পেয়েও ড্র মেনে মাঠ ছাড়তে হলো স্বাগতিক দলকে। গতকাল রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এদিন প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘরের এই মাঠে। কিন্তু অভিষেকটা রাঙিয়ে রাখতে পারলেন না লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন ম্যাচের শুরু থেকে হাইলাইন ডিফেন্স রেখে খেলেছে হাভিয়ের কাবরেরার দল। অভিজ্ঞদের নিয়েই একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ। ম্যাচ ঘড়ির ৭ মিনিটে বাংলাদেশ প্রথম সুযোগ পায়। রাকিবের ক্রসে জামাল কিংবা মোরসালিন বক্সের ভেতরে জায়গা মতো থাকতে পারলে গোলের সুযোগ ছিল। ১৮ মিনিটে বক্সের ভেতরে থেকে মোরসালিনের জোরাল শট এক ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ৪ মিনিট পর শেখ মোরসালিনের দারুণ এক পাসে বক্সের ভেতরে রাকিব বল পেয়ে লক্ষ্যে শট নিলেও ডিফেন্ডার মোসায়ের আহাদি তা স্লাইড করে আটকে দিয়ে গোল হতে দেননি। ২৬ মিনিটে আফগানরা প্রথম সুযোগ পায়। মোসায়ের ওয়াহেদির ক্রসে মোহাম্মদ নোমার শট তারিক কাজী ব্লক করে জিকো পর্যন্ত বল যেতে দেননি। ৪৩ মিনিটে অমিদ প্রোপাজাইয়ের অনেক দূর থেকে নেয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়। বিরতির পর আফগানরা একটু ওপরে উঠে খেলার চেষ্টা করে। তবে দুটি ভালো সুযোগ পায় বাংলাদেশ। ৫৪ মিনিটে বাংলাদেশ দারুণ এক গোল থেকে বঞ্চিত হয়। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পাস বাড়ালেও অন্য প্রান্তে ফাঁকায় মোরসালিন ক্রসবারের উপর দিয়ে মেরে সমর্থকদের হতাশ করেন। ৬০ মিনিটে তারিক কাজীর জায়গায় সাদ উদ্দিন ও জামালের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম নামেন। ৬২ মিনিটে ফাহিমের ক্রসে রাকিব ৬ গজ দূরত্ব থেকে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর রবিউল-জনিরা মাঠে নেমেও পারেননি গোল করতে। আফগানরা একটু গুছিয়ে নিয়ে গোলের জন্য ঝাঁপালেও পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। সবশেষ ২০২০ সালে ঢাকায় হওয়া শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিও নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচটি হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে। আর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ২০১৫ সালেও ড্র করেছিল বাংলাদেশ। সেবার অবশ্য ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হবে, একই মাঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত