ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লস আঞ্জেলসে খেলেই যুক্তরাষ্ট্র ছাড়ছেন মেসি

লস আঞ্জেলসে খেলেই যুক্তরাষ্ট্র ছাড়ছেন মেসি

পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে নতুন করে প্রাণ সঞ্চার করেছেন লিওনেল মেসি। ‘এলএম টেন’র নেপুন্যে ইন্টার নিজেদের প্রথম ট্রফি জিতে নিয়েছে মায়ামি। আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ওঠার পাশাপাশি দলটি এখন লড়ছে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিতেও। তাই লস অ্যাঞ্জেলসের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেয়ার কথা চিন্তাও করছেন না ইন্টার মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। চাপ কমাতে মেসিকে বিশ্রাম দিয়ে খেলানোর কথা জানিয়েছিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। তবে গতবারের চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলসের বিপক্ষে তাকে বিশ্রাম দেয়ার কথা চিন্তাও করছেন না তিনি। সেই ম্যাচ খেলার পর মেসি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে উড়াল দেবেন বলে জানিয়েছেন এই কোচ। লিগস কাপের প্রথম ম্যাচে বেঞ্চ থেকে শুরুর পর ও ইউএস ওপেন কাপের সেমিফাইনাল পর্যন্ত টানা খেলে গেছেন মেসি। এরপর মেজর সকার লিগে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বেঞ্চ থেকে শুরু করেছিলেন তিনি। নাশভিলের বিপক্ষে ছিলেন প্রথম একাদশেই। তাই গুঞ্জন ছিল পরের ম্যাচেও হয়তো বিশ্রাম দেয়া হতে পারে আর্জেন্টাইন অধিনায়ককে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত