নতুন যে রেকর্ডের অপেক্ষায় মেসি-নেইমার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর আর জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি নেইমার জুনিয়র। চোটের কারণে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। তবে মাঠে ফিরেই ক্লাব ফুটবলে নিজের ঠিকানা বদলেছেন তিনি, যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। এবার ফের জাতীয় দলের হয়েও খেলতে দেখা যাবে তাকে। আর ব্রাজিলের হয়ে মাঠে ফিরেই সেলেসাও তারকার সুযোগ রয়েছে পেলেকে ছাড়িয়ে যাওয়ার। ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করেছেন ফুটবলের রাজা পেলে। সেলেসাওদের হয়ে তিনি করেছেন মোট ৭৭টি গোল। জাতীয় দলের হয়ে আর একটি গোল করলেই নিজ দেশের এই কিংবদন্তীকে ছাড়িয়ে যাবেন নেইমার। বর্তমানে পেলের সঙ্গে যৌথভাবে সব থেকে বেশি গোলের রেকর্ড ভাগাভাগি করছেন নেইমার। গত বছর কাতার বিশ্বকাপের শেষ ষোলোর খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ১০৫ মিনিটের মাথায় ব্যক্তিগত প্রচেষ্টায় গোল করে নিজের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৭৭তম গোলটি করেন নেইমার। আর এতে করেই পেলের রেকর্ডে ভাগ বসান তিনি।

এদিকে নেইমারের মতো লিওনেল মেসিও আছেন ব্যক্তিগত এক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য আর্জেন্টিনা কয়েকদিনের মধ্যেই মাঠে নামছে বাছাইপর্বের ম্যাচ খেলতে। আর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সব থেকে বেশি গোলের রেকর্ড বর্তমানে লুইস সুয়ারেজের। তিনি করেছেন মোট ২৯টি গোল। সাবেক সতীর্থ এবং বন্ধুর থেকে মাত্র এক গলে পিছিয়ে আছেন মেসি। এ মাসে হতে যাওয়া বাছাইপর্বের দুই ম্যাচ থেকে একটি গোল পেলেই সুয়ারেজের রেকর্ডে ভাগ বসাবেন মেসি। আর দুইটি গোল করলে টপকে যাবেন নিজের বন্ধুকে। ক্লাব ফুটবলের বিরতি দিয়ে এখন শুরু হচ্ছে জাতীয় দলগুলোর লড়াইয়ে। আর এতে ব্রাজিল এবং আর্জেন্টিনার হয়ে নতুন দুইটি রেকর্ড গড়ার অপেক্ষায় আছেন দুই দেশের দুই তারকা ফুটবলার।