ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বদলাচ্ছে না এশিয়া কাপের ভেন্যু

বদলাচ্ছে না এশিয়া কাপের ভেন্যু

এশিয়া কাপের পর্দা উঠেছে ৩১ আগস্ট। তবে ভারত-পাকিস্তানের মহারণ দেখতে পারেননি সমর্থকরা। বৃষ্টিতে ভেস্তে যায় এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচটি। এদিকে আশঙ্কা ছিল এশিয়া কাপে আরো কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হতে পারে। ফলে সুপার ফোর পর্বের ম্যাচগুলো পরিবর্তনের কথাও ওঠেছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিশ্চিত করেছে, কলম্বোতেই থাকছে এশিয়া কাপের ভেন্যু। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান।

কিন্তু হাইব্রিড মডেলে এবার হচ্ছে টুর্নামেন্ট। পাকিস্তানে কিছু ম্যাচ। ভারতসহ বাকি ম্যাচ শ্রীলঙ্কায়। কলম্বো আর পাল্লেকেলেকে দুটো মাঠ হিসেবে রাখা হয়েছে। কিন্তু আগামী এক সপ্তাহের যা ওয়েদার ফোরকাস্ট, তাতে ঝেঁপে বৃষ্টি হওয়ার কথা। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই ভেন্যু সরিয়ে নেওয়ার গুঞ্জন ওঠেছিল। তবে আগামী কিছুদিন কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা কমেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর ভেন্যুও অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই নেয়া হয়েছে। এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ ভেসে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) একহাত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি। তিনি ক্ষোভ উগরে দিয়ে জানান, ভারতের ম্যাচগুলো যদি এসিসি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করত তাহলে এই সমস্যা হতো না। এ সময়ে শ্রীলঙ্কার বৃষ্টির বিষয়টি মাথায় রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই অত্যন্ত হতাশার। ক্রিকেটের সব থেকে বড় লড়াই বৃষ্টিতে ভেসে গেল। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। পিসিবি চেয়ারম্যান থাকার সময় এসিসি কর্তাদের অনুরোধ করেছিলাম, ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার। অথচ শ্রীলঙ্কায় খেলা আয়োজনের পক্ষে দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত