ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

আসছে অক্টোবরেই ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর আইসিসির মেগা এই ইভেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এ

দিকে গতকাল ৫ সেপেটেম্বর ছিল এ টুর্নামেন্টের জন্য দেশগুলোর দল ঘোষণার শেষ দিন। তাই ক্রিকেটের এ মেগা আসরকে সামনে রেখে ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াডও জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে আছে চোটে ভোগা চার বড় তারকা ক্রিকেটার। অ্যাশেজে প্যাট কামিন্স চোট পেয়েছিলেন হাতে, এছাড়া স্টিভেন স্মিথও কব্জিতে চোট পেয়েছিলেন এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে নেই তারা। এদিকে চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন গ্লেন ম্যাক্স্বয়েল এবং পেস আক্রমণের নেতা মিচেল স্টার্কও। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, দলের এ চার তারকা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনিটি প্রস্তুতিমূলক ম্যাচেও খেলতে পারেন তারা। এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন শন অ্যাবট। এছাড়া জস ইংলিশও আছেন রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে। জর্জ বেইলি বলেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে মোট আটটি ওয়ানডে ম্যাচ আছে। এরপর আরো দুটি প্রস্তুতি ম্যাচ আছে বিশ্বকাপের। প্রস্তুতির তাই যথেষ্ট সুযোগই আছে।’ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স, শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত