ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শুটারদের জন্য গুলি আনল ফেডারেশন

শুটারদের জন্য গুলি আনল ফেডারেশন

গুলির অভাবে নিজেদের পারফরম্যান্সের শতভাগ দেখাতে পারেন না শুটাররা। ফি দিন হাজার হাজার গুলির প্রয়োজন হয় তাদের। অনেক সময় অনেক শুটাররা গুলির অভাবে অনুশীলনও করতে পারেন না শুটাররা। সেই সংকট কাটাতে জার্মানি থেকে ৪০ লাখ .১৭৭ রেঞ্জের গুলি এনেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত মঙ্গলবার গুলশানস্থ শুটিং কমপ্লেক্সে পৌঁছেছে এই গুলি। জানা গেছে, ৪০ লাখ পিস গুলির দাম, শুল্কসহ আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে শুটিং ফেডারেশনের খরচ কোটি টাকার ওপরেই পড়ছে। জার্মানির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, কাস্টমসের সঙ্গে গত ছয় মাস নিবিড়ভাবে কাজ করেছে শুটিং ফেডারেশন এই গুলি আমদানির জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত