ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

ম্যাচ হেরে ব্যাটসম্যানদের ওপর দায় চাপালেন সাকিব

ম্যাচ হেরে ব্যাটসম্যানদের ওপর দায় চাপালেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে শান্ত-মিরাজের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের বাধা টপকে শীর্ষ চারে নাম লেখান টাইগাররা। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তানের সঙ্গে পেরে উঠেননি লাল-সবুজের প্রতিনিধিরা। ইনিংসের ৬৮ বল বাকি থাকতে ১৯৩ রানে অলআউট হয়ে যায় তারা। ৭ উইকেটের এই হারে ব্যাটারদের ওপর দায় চাপিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি।’ শুরুর ব্যাটিং ধ্বসটাই ম্যাচে পিছিয়ে দিয়েছে জানিয়ে সাকিব বলেন, ‘এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরো ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’ ৪৭ থেকে জুটি শত রানের জুটি বেঁধে দলকে টানছিলেন সাকিব-মুশফিক। কিন্তু ভুল সময়ে উচ্চবিলাসী শটে ফিফটি করা সাকিবের বিদায়ে আবার পথ হারায় বাংলাদেশ। এরপর উইকেট পড়তে থাকে দ্রুত। যখন পেছনে আর কোনো ব্যাটার নেই, তখন মুশফিকুর রহিম পরিস্থিতির বিপরীতে গিয়ে বাজে শটে দেন আত্মাহুতি, একই কাণ্ড করেন আফিফ হোসেন, শামীম হোসেনরাও। সাকিব এসব আউটকে বলছেন বাজে ব্যাটিং প্রদর্শনী, ‘আমি আউট হওয়ার পর আর কোনো পার্টনারশিপ হয়নি। এ ধরনের উইকেটে এটা খুব খারাপ ব্যাটিং। পাকিস্তান এখন এক নম্বর দল, তাদের তিনজন বিশ্বসেরা বোলার আছে। তারা ভালো করতে পারায় কাজটা সহজ হয়ে যায় ব্যাটসম্যানদের। তবে আমরা আমাদের বোলিং বিভাগে ভালো করছি।’ অল্প পুঁজি নিয়েও পেসাররা তাদের কাজটা করেছেন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আর হাসান মাহমুদের প্রচেষ্টা বাহবা পেল সাকিবেরও, তবে ব্যাটিংয়ে ধারাবাহিকতার ঘাটতি বড় পোড়াচ্ছে সাকিবকে, ‘আমাদের তিনজন পেসার দুর্দান্ত বল করেছে। আমরা বোলিংয়ে ধারাবাহিকভাবে ভালো করছি। এই মুহূর্ত ব্যাটিংটা উত্থান-পতনের মাঝে দিয়ে যাচ্ছে। আমাদের ব্যাটিংয়ে আরো ধারাবাহিক হতে হবে।’ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়েই শেষ হলো এশিয়া কাপের পাকিস্তান পর্ব। বাকি সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোয়। আগামীকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত