ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্যালন ডি’অর

প্রাথমিক তালিকায় মেসি নেই রোনালদো-নেইমার

প্রাথমিক তালিকায় মেসি নেই রোনালদো-নেইমার

ফুটবলারদের ব্যক্তিগত সেরা অর্জন ব্যালন ডি’অরের ২৩ জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে ক্যারিয়ারে অস্টম বারের মতো ব্যালন পাওয়ার দৌড়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা। তার সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা তারকা আর্লিং হালান্ড, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া কিলিয়ান এমবাপ্পেও। তবে ২০ বছরের মধ্যে এই প্রথম প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। গত ফেব্রুয়ারিতে ফিফা বর্ষসেরা পুরস্কারও উঠেছিল মেসির হাতে। তবে, কিছুদিন আগেই উয়েফা বর্ষসেরার পুরস্কার জেতেন আর্লিং হালান্ড। ব্যালন ডি’অরে মেসি এবং হালান্ডের দারুণ একটা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, হালান্ড ম্যানসিটির হয়ে ক্লাব পর্যায়ে সব শিরোপা জিতেছেন গত মৌসুমে। ইংলিশ প্রিমিয়ার লিগে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ইউরোপেও সর্বোচ্চ গোল তার। ক্লাবকে জিতিয়েছেন ট্রেবল শিরোপা। অন্যদিকে সদ্য সাবেক হওয়া ক্লাব পিএসজিকে লিগ শিরোপা জেতানোর পাশাপাশি নিজের দেশকে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। তার নৈপুণ্য এবং অনুপ্রেরণাই সবচেয়ে বেশি কাজ দিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে। সুতরাং, এই একটি মাপকাঠিতেই সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে চলে যাওয়া মেসির হাতে ৮ম ব্যালন ডি’অর উঠতে পারে এবার। অনুমিতভাবেই এবারও এই ২৩ জনের তালিকায় নাম নেই ম্যানইউ থেকে আল নাসরে যোগ দেয়া ক্রিস্টিয়ানো রোনালদো এবং পিএসজি থেকে আল হিলালে যোগ দেয়া নেইমারের। গতবার ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা রিয়াল ছেড়ে আল ইত্তিহাদে যোগ দিলেও রয়েছে তার নাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত