দেশের হয়ে আরো গোল করতে চান মোরসালিন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের উদীয়মান ফরোয়ার্ড শেখ মোরসালিন। খেলায় বার বার গোলের সুযোগ নষ্ট করায় কেউ কেউ তাকে মিস মাস্টার বলে থাকেন। তবে প্রত্যাবর্তনের গল্পটা নতুন করে লিখেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে তার গোলেই হার এড়িয়ে এখন খোশ মেজাজে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শুক্রবার জাতীয় দলের ক্যাম্প থেকে সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। এই সিরিজের দলে থাকা ফুটবলাররা যে যার মতো ছুটি কাটাচ্ছেন। আফগান ম্যাচে গোল করার নায়ক শেখ মোরসালিন তো নিজ গ্রাম ফরিদপুরে চলে গিয়েছেন। হতাশা কাটিয়ে গোল পাওয়ায় বেশ আনন্দিত তিনি, ‘আগের ম্যাচে গোল করতে পারিনি বলে অনেক কষ্ট পেয়েছিলাম। তাই মনে মনে পণ করেছিলাম, দ্বিতীয় ম্যাচে সুযোগ পেলে ভুল করব না। এবার মাথা ঠান্ডা করেই গোল করেছিলাম।’ গোল করার পর তো ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করেছেন মোরসালিন। অথচ তার আইডল বেলজিয়ামের তারকা কেভিন ডি ব্রুইনা। মোরসালিনের কথায়, ‘আমি ছোটবেলা থেকেই কেভিন ডি ব্রুইনাকে অনুসরন করে আসছি। তবে মেসি এবং রোনালদোকে পছন্দ করি। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, যদি গোল করি, তাহলে সি আর সেভেনর মতো উদযাপন করব। কারণ আমিও রোনালদোর মতো সাত নাম্বার জার্সি পরে খেলি।’ ১৭ বছরে জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে করেছেন তিন গোল। এখনো লম্বা পথ বাকি। তবে মোরসালিনেরও স্বপ্ন আকাশচুম্বী, ‘স্বপ্নটা তো মনের মধ্যেই আছে। যেহেতু এখনো বয়স কম, সেহেতু দেশের হয়ে আরো বেশি গোল করতে চাই। এজন্য বেশি বেশি করে ম্যাচ খেলতে হবে আমাদের। সেটা হলে আর আমি যদি নিয়মিতভাবে খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের জার্সিতে ৫০ গোলও করতে পারব।’ ১২ এবং ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। দ্বীপ দেশকে হারাতে পারলে অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলা দেশের মুখোমুখি হবে লাল সবুজের দলটি। সকারুদের মতো দলের বিপক্ষে খেলার স্বপ্ন থাকলেও মোরসালিনের ভাবনয় এখণ শুধুই মালদ্বীপ ম্যাচ, ‘সাফে আমরা মালদ্বীপের বিপক্ষে জিতেছি। যে আত্মবিশ্বাসটা অক্টোবরে বাছাইয়ে কাজে লাগবে। আশা করি এবারো তাদের হারাতে পারব। পরে কি হবে জানি না, এই দুটি ম্যাচ নিয়েই এখন আমরা ভাবছি।’