ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘বাইরে থেকে দল নিয়ে মন্তব্য করব আমি এমন না’

‘বাইরে থেকে দল নিয়ে মন্তব্য করব আমি এমন না’

তার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডে সুপার লিগ শেষ করেছিল তৃতীয় হয়ে। মাঝে অবসর নাটকীয়তার পর পিঠের চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারছেন না। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন একই সঙ্গে। তার অনুপস্থিতিতে এশিয়া কাপে খুব একটা সুবিধা করতে পারছে না টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে শুরু করলেও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। দলের এমন খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। শুক্রবার মিরপুরে একটি শো-রুমের উদ্বোধনে এসে তামিম ইকবাল বলেন, ‘খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।’ গত কয়েক বছরে ওয়ানডেতে বেশ ভালো দল বাংলাদেশ। এজন্য এশিয়া কাপেও গিয়েছিল বড় স্বপ্ন নিয়ে। যদিও আশানুরুপ পারফরম্যান্স হচ্ছে না এই টুর্নামেন্ট। তবে এখনই হতাশ হতে রাজি নন তামিম। তিনি বলেন, ‘দেখা তো হচ্ছে খেলা। ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচণ্ডছয় বছরের হার্ড ওয়ার্ক ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটা ম্যাচে হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।’ শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন তামিম। তিনি বলছেন, তাদের ভালোবাসার কারণেই ফিরতে চান দ্রুত। ‘মানুষের সাড়া ছিল অসাধারণ। এটা আপনাকে আরও অনুপ্রেরণা যোগায় যত তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারি। যে ভালোভাসা তারা দেখাচ্ছে, ওই ভালোবাসাটা আবারও ফিরিয়ে দিতে পারি।’ এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার সময়ই জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরবেন। এখন ব্যাটিংও করছেন নিয়মিত। নিজের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তামিম। তিনি বলছেন, আগামী এক সপ্তাহ গুরুত্বপূর্ণ; ফিরতে পারবেন নিউজিল্যান্ড সিরিজেই। তামিম বলেন, ‘আমাকে যে প্রেগ্রামটা দেয়া হয়েছে, আমি আল্লাহর রহমতে প্রতিটা প্রেগ্রামে টিক দিয়েছি ভালোভাবে। খুব ভালোভাবে আমার প্রগ্রেশনটা হচ্ছে। বিশেষত ১০ তারিখের পর থেকে দশ দিনের মতো সময় আছে, তখন অলমোস্ট ফুল ইন্টেনসিটিতে অনুশীলন করার পরিকল্পনা আছে।’ ‘এখন অবধি কোনো সেট ব্যাক হয়নি। কিছু জিনিস থাকেই। কিন্তু ওই পর্যায়ের ব্যথা অনুভব করিনি। পরের এক সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ কারণ ফুল ইন্টেসিটিতে প্র্যাক্টিস করার পরিকল্পনা আছে। আমি খুব আশাবাদী ও ইতিবাচক যে নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে খেলতে পারবো।’ লম্বা সময় ধরে ওয়ানডের অধিনায়কত্ব ছিল তামিম ইকবালের কাঁধে। তার অধীনে দলও ভালো করছিল। কিন্তু হুট করেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। ওয়ানডে অধিনায়কত্বও যায় সাকিব আল হাসানের কাছে।

এশিয়া কাপে দল খুব একটা ভালো না করলেও কোচণ্ডঅধিনায়কের পরিকল্পনায় আস্থা রাখতে চান তামিম। তিনি বলেন, ‘যখন আমি অধিনায়ক ছিলাম তখন একভাবে ভেবেছি। নতুন অধিনায়কের হয়তো আলাদা পরিকল্পনা আছে, যেটা আমি জানি না। আমি একজনের পরিকল্পনার ব্যাপারে যদি এতটা নিশ্চিত না হয়ে মন্তব্য করি, ওটা একটা কন্ট্রোভার্সি হয়ে গেল। আমার মনে হয় নতুন অধিনায়ক-ম্যানেজম্যান্টের ভালো পরিকল্পনা আছে। ওরা ওভাবে করে আগাচ্ছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত