ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গোলরক্ষককে ‘জখম’ করে নিষিদ্ধ হলেন রোনালদো

গোলরক্ষককে ‘জখম’ করে নিষিদ্ধ হলেন রোনালদো

গত বছরের এপ্রিলে জ্যাক নামের ১৪ বছরের প্রতিবন্ধী এক কিশোরকে আঘাত করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একই সঙ্গে ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল এ পর্তুগিজ তারকাকে। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বুট দিয়ে গোলরক্ষকের মুখে আঘাত করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সিআর সেভেন খ্যাত এ তারকা। ফলে পরের ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো। ম্যাচে দল জয় পেলেও গোলের দেখা পাননি পর্তুগিজ তারকা। স্লোভকিয়াকে ১-০ গোলে হারায় পর্তুগাল। ঘটনার শুরু ম্যাচের ৬২ মিনিটে। মাঠের ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতেই পেয়েছিলেন আল নাসর তারকা। তবে প্রথম শটটিতে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন তিনি। পর মুহূর্তে স্লাইড করে বল জালে জড়াতে গেলে তার পা গিয়ে লাগে প্রতিপক্ষ গোলরক্ষকের মুখে। ব্যস! মাঠে শুরু হয়ে যায় প্রতিবাদ। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে টিকতে না পেরে রেফারি রোনালদোকে হলুদ কার্ড দেখান। আর তাতেই বিপদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত