বাংলাদেশের সাবেক ক্রিকেটার এখন কানাডার পুলিশ কর্মকর্তা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে তিন সংস্করণেই খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ। সাকিব আল হাসান ও তামিম ইকবালের সতীর্থ তিনি। তবে লাল-সবুজের জার্সিতে ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি। মাত্র ২২ বছর বয়েসেই থেমে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বলছি মেহরাব হোসেন জুনিয়রের কথা। অনেকটা নীরবেই পেশাদার ক্রিকেট-জীবন শেষ করে ২০১৮ সালের ডিসেম্বর থেকে সপরিবারে কানাডায় বসবাস শুরু করেন মেহরাব। গত শুক্রবার জানা যায়, মেহরাবের নতুন এক পরিচয়। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার এখন কানাডার পুলিশ। দাপ্তরিকভাবে মেহরাব কানাডায় পুলিশ হয়েছেন বৃহস্পতিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় নায়াগ্রা আঞ্চলিক পুলিশ হেডকোয়ার্টারে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ডিউটি ব্যাচ নিচ্ছেন বাংলাদেশের সাবেক এ বাঁ-হাতি ব্যাটার। বিষয়টি তিনি নিজেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মেহরাব বললেন, ‘প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে আমার পুলিশের চাকরি শুরু হয়েছে এ দিন।’ মেহরাবের সাবেক সতীর্থ এনামুল হক জুনিয়র একই ছবি পোস্ট করে লিখেছেন- ‘অভিনন্দন বন্ধু মেহরাব হোসেন জুনিয়র।’ আর মেহরাবের সঙ্গে ছবি তুলে প্রবাসী এক বাংলাদেশি ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘অফিশিয়ালি পুলিশ কর্মকর্তা হওয়ায় মেহরাব হোসেন জুনিয়র ভাইকে ধন্যবাদ। পেশাদার ক্রিকেটার হিসেবে আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন এবং বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। এখন আপনি আপনার দ্বিতীয় বাড়ি কানাডার সেবা করবেন।’

বাঁ-হাতি এই ব্যাটার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) বাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেহরাবের। এর আগে দেশের ক্রিকেটে আরেকজন মেহরাব (মেহরাব হোসেন অপি) থাকায় তার নামের শেষে যোগ হয় জুনিয়র। অভিষেকের পর ২০০৯ পর্যন্ত ১৮ ওয়ানডে খেলে মাত্র ১৭.২৬ গড়ে তিনি করেন ২৭৬ রান। বেশ মন্থর খেলতেন তিনি। তার স্ট্রাইকরেট ছিল ৪২.৯৯। খেলার ধরনের কারণে টেস্টে তার সম্ভাবনা দেখা হচ্ছিল। কিন্তু ৭ টেস্ট খেলে ২০.২৫ গড়ে করতে পারেন ২৪২ রান। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে আছে তার দুটি ফিফটি। দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন মেহরাব। সেখানেও সুবিধা করতে পারেননি। খেলা ছাড়ার পর ধারাভাষ্যে কিছুদিন দেখা গিয়েছিল তাকে। ধারাভাষ্যে সম্ভাবনা থাকলেও মেহরাব চলে যান কানাডায়। সেই দেশেই থিতু হয়ে মিশে যান মূল স্রোতে। এবার দেশটির পুলিশ বিভাগেও দেখা গেল সাবেক এই ক্রিকেটারকে।